ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৯৩
আমার দেশ অনলাইন
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ২১: ৪৫

ইন্দোনেশিয়ায় প্রাণঘাতী বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৯৩ জনে পৌঁছেছে। আজ সোমবার দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা এ তথ্য জানায়।
জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, ৪৬৮ জন এখনো নিখোঁজ রয়েছে। পশ্চিম ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের তিনটি প্রদেশ থেকে ৫ লাখ ৭৮ হাজারেরও বেশি মানুষকে ঘরবাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
এসআর
সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com