ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে ইসলামাবাদে পৌঁছেছেন। নূর খান এয়ারবেসে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।
পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি নিউজ জানায়, প্রেসিডেন্ট সুবিয়ান্তোর সঙ্গে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল রয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ মন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তারা অন্তর্ভুক্ত।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৮-৯ ডিসেম্বরের এই সফরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও সহযোগিতার নতুন দ্বার উন্মোচন বিষয়ে বিস্তৃত আলোচনা অনুষ্ঠিত হবে। এটি সুবিয়ান্তোর পাকিস্তানে প্রথম সফর, আর সর্বশেষ রাষ্ট্রপতি পর্যায়ের সফর হয়েছিল ২০১৮ সালে, তখনকার প্রেসিডেন্ট জোকো উইদোদোর নেতৃত্বে।
এ বছর পাকিস্তান-ইন্দোনেশিয়া কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি হওয়ায় সফরটি বিশেষ তাৎপর্য বহন করছে।
সফরকালীন প্রেসিডেন্ট প্রাবোয়ো প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন এবং প্রেসিডেন্ট জারদারির সঙ্গেও সাক্ষাৎ করবেন। এছাড়া সেনাবাহিনী প্রধান ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরও তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, জলবায়ু, শিক্ষা ও সংস্কৃতি—এই সকল ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে পারস্পরিক কাজের উন্নয়ন নিয়ে আলোচনা হবে। সফর শেষে একাধিক সমঝোতা স্মারক সই হওয়ারও কথা রয়েছে।
ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনের ভিত্তিতে পাকিস্তান ও ইন্দোনেশিয়ার দীর্ঘদিনের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে, যা বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যখাতে সহযোগিতার মাধ্যমে আরও শক্তিশালী হয়েছে।
এর আগে জুলাইয়ে ইন্দোনেশিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল (অব.) শাফরি স্যামসুদ্দিন ইসলামাবাদে শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।
জুন মাসে দুই দেশ ভ্যাকসিন উৎপাদন, ইন্দোনেশিয়ায় চিকিৎসা প্রতিষ্ঠান স্থাপন, ওষুধ উন্নয়ন এবং মানবসম্পদ বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সম্মত হয়।
এসআর

