আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ক্ষমতার অপব্যবহার

যে অভিযোগে দোষী সাব্যস্ত হলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

যে অভিযোগে দোষী সাব্যস্ত হলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী
ছবি: আল জাজিরা

ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। শুক্রবার কুয়ালালামপুর হাইকোর্ট ওয়ান মালয়েশিয়ান ডেভেলপমেন্ট বেরহাদ (ওয়ানএমডিবি) প্রকল্পের তহবিল থেকে প্রায় ৫৩৯ মিলিয়ন ডলার অবৈধভাবে স্থানান্তরের বিষয়ে ক্ষমতার অপব্যবহারের চারটি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে।

ওয়ান মালয়েশিয়ান ডেভেলপমেন্ট বেরহাদ ওয়ানএমডিবি কেলেঙ্কারির মাধ্যমে মূলতঃ বৈশ্বিক জালিয়াতি এবং দুর্নীতিতে দেশটির সম্পৃক্ততার বিষয়টি বেরিয়ে এসেছে।

বিজ্ঞাপন

বিচারক কলিন লরেন্স সিকেরা রায়ে বলেন, ‘আমি মনে করি, অভিযুক্তের বিরুদ্ধে মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তাই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করছি।’

নাজিবের বিরুদ্ধে অর্থ পাচারের আরো ২১টি অভিযোগ রয়েছে। প্রতিটি অভিযোগের জন্য তার ১৫ থেকে ২০ বছরের কারাদণ্ড হতে পারে।

প্রসিকিউটররা নাজিবের বিরুদ্ধে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং ওয়ানএমডিবি উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান হিসেবে তার পদের অপব্যবহার করে প্রকল্পের তহবিল থেকে বিপুল পরিমাণ অর্থ তার ব্যক্তিগত অ্যাকাউন্টে স্থানান্তর করার অভিযোগ এনেছেন।

২০১৫ সালে মালয়েশিয়ায় প্রথম এ খবর ছড়িয়ে পড়ে এবং পরে নাজিবকে দোষী সাব্যস্ত করা হয়। ২০২০ সালে ওয়ানএমডিবি তহবিলের প্রায় ৯ দশমিক ৯ মিলিয়ন ডলার অপব্যবহারের জন্য ১২ বছরের কারাদণ্ড দেয়া হয়। পরে তার সাজা কমিয়ে ছয় বছরে করা হয়।

সাবেক এই প্রধানমন্ত্রী গত বছর ওয়ানএমডিবি তহবিল কেলেঙ্কারির জন্য ক্ষমা চেয়েছিলেন। তবে তার দাবি, পলাতক মালয়েশিয়ান অর্থদাতা ঝো লো তাকে বিপথগামী করেছিলেন, যাকে ২০১৬ সাল থেকে খুঁজছে ইন্টারপোল।

মালয়েশিয়ার অর্থনৈতিক উন্নতির জন্য তহবিল সংগ্রহের জন্য ২০০৯ সালে ওয়ানএমডিবি প্রকল্প নেয়া হয়। কিন্তু ২০১৫ সালে প্রথম ব্যাংক এবং বন্ড-মালিকদের মাসিক কিস্তি প্রদানে ব্যর্থ হবার পর এর কর্মকাণ্ড নিয়ে প্রথম প্রশ্ন ওঠে।

নাজিব রাজাক ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন