সিরিয়ার নিরাপত্তা নিয়ে যে প্রস্তাব দিলো ইসরাইল

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ৩৯
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১: ০৩

ইসরাইল সিরিয়ার কাছে একটি বিস্তারিত নিরাপত্তা প্রস্তাব উপস্থাপন করেছে, যেখানে দক্ষিণ-পশ্চিম দামেস্ক থেকে ইসরাইলি সীমান্ত পর্যন্ত বিস্তৃত একটি নিরস্ত্রীকরণ ও নিরাপত্তা অঞ্চল গঠনের পরিকল্পনা রয়েছে। প্রস্তাবটি মিশরের সঙ্গে ১৯৭৯ সালের ইসরাইলি শান্তি চুক্তির মডেল অনুসরণ করে তৈরি করা হয়েছে।

বুধবার মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়, প্রস্তাবে অঞ্চলভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা ও সেনা উপস্থিতির স্তর নির্ধারণের কথা বলা হয়েছে।

চ্যানেল ১২-এর তথ্যমতে, সিরিয়া এখনো এই প্রস্তাবের বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে আলোচনার অংশ হিসেবে ইসরাইলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার লন্ডনে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শিবানীর সঙ্গে তৃতীয় দফা বৈঠকে বসতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের পৃষ্ঠপোষকতায় এই আলোচনা চলছে।

আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, ইতোমধ্যে কিছু অগ্রগতি হয়েছে, তবে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে আরও সময় লাগবে।

এই নতুন প্রস্তাবের লক্ষ্য হলো ১৯৭৪ সালের ইসরাইল-সিরিয়া বিচ্ছিন্নতা চুক্তির পরিবর্তে একটি আধুনিক ও কার্যকর নিরাপত্তা কাঠামো স্থাপন করা, যা আসাদ সরকারের পতনের পর এবং সিরিয়ার বাফার জোনে ইসরাইলি নিয়ন্ত্রণের বাস্তবতা অনুযায়ী তৈরি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত