আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

১ বছরে স্পেন যাওয়ার চেষ্টায় ৩,০০০-এর বেশি অভিবাসীর মৃত্যু

আমার দেশ অনলাইন

১ বছরে স্পেন যাওয়ার চেষ্টায় ৩,০০০-এর বেশি অভিবাসীর মৃত্যু

২০২৫ সালে বিভিন দেশ থেকে স্পেনে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে ৩,০৯০ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। তবে এটি ২০২৪ সালের তুলনায় উল্লেখযোগ্য হ্রাস, কারণ এ বছর পারাপারের চেষ্টা কমেছে। মঙ্গলবার এমনই তথ্য জানিয়েছে স্পেনের অভিবাসী অধিকার সংস্থা ‘ক্যামিনান্দো ফ্রন্টেরাস’।

সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, অধিকাংশ মৃত্যুই ঘটে আটলান্টিক অভিবাসন পথে, আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাত্রা করার সময়, যা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রুটগুলোর মধ্যে একটি।

বিজ্ঞাপন

যদিও ক্যানারি দ্বীপে অভিবাসীদের আগমন অনেক কমেছে, তবে গিনি থেকে নতুন আরও বিপজ্জনক এবং দীর্ঘ দূরত্বের রুট দেখা দিয়েছে।

মৃতদের মধ্যে ৪৩৭ জন শিশু এবং ১৯২ জন নারী রয়েছে। ক্যামিনান্দো ফ্রন্টেরাস জানিয়েছে, আলজেরিয়া থেকে মধ্যসাগরের ইবিসা ও ফোরমেন্টেরার দিকে বের হওয়া নৌযানেও অভিবাসীর সংখ্যা বাড়ছে। এই রুটটি ঐতিহ্যগতভাবে আলজেরিয়ানরা ব্যবহার করলেও, ২০২৫ সালে সোমালিয়া, সুদান এবং দক্ষিণ সুদানের অভিবাসীরা বেশি সংখ্যায় এই পথে চলাচল করছে।

সংস্থাটি উল্লেখ করেছে, এ রুটে মৃত্যুর সংখ্যা ২০২৪ সালের তুলনায় দ্বিগুণ হয়ে ১,০৩৭ হয়েছে।

স্পেনের অভ্যন্তরীণ মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের ১৫ ডিসেম্বর পর্যন্ত ৩৫,৯৩৫ অভিবাসী স্পেনে পৌঁছেছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪০ শতাংশ কম। এদের প্রায় অর্ধেকই আফ্রিকার পশ্চিম উপকূল থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে আটলান্টিক রুট ব্যবহার করেছে।

তথ্যসূত্র: হুরিয়েত ডেইলি নিউজ

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন