নাইজেরিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বাদারু আবুবকর পদত্যাগ করেছেন। সোমবার রাষ্ট্রপতির দপ্তর থেকে জানানো হয়, স্বাস্থ্যগত কারণে তিনি তাৎক্ষণিকভাবে দায়িত্ব ছাড়ছেন।
রাষ্ট্রপতির মুখপাত্র বায়ো ওনানুগা জানান, প্রেসিডেন্ট বোলা টিনুবুর ঘোষিত জাতীয় নিরাপত্তা জরুরি পরিস্থিতির মধ্যেই এই পদত্যাগের খবর এসছে।
ডয়চে ভেলে’ এক প্রতিবেদনে জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে নাইজেরিয়ায় সশস্ত্র ডাকাত ও অপহরণচক্রের তৎপরতা ব্যাপকভাবে বেড়েছে। কোগি রাজ্যের একটি গির্জা থেকে যাজকসহ অন্তত এক ডজন মানুষ অপহৃত হয়েছে।
অন্যদিকে সোকোটো রাজ্যে প্রায় ৩০ নারীসহ বিভিন্ন অঞ্চল থেকে মোট প্রায় ৪৯০ জনকে অপহরণ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় ঘটনা ছিল নাইজার রাজ্যের একটি ক্যাথলিক বোর্ডিং স্কুল থেকে ৩১৫ জন অপহরণ, যাদের বেশির ভাগই শিশু।
অপহরণের ঘটনার পর প্রেসিডেন্ট টিনুবু পুলিশ ও সামরিক বাহিনীতে ব্যাপক নিয়োগের নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, নাইজেরিয়ার প্রত্যন্ত অঞ্চলে রাষ্ট্রীয় নিরাপত্তা নেই। যুক্তরাজ্য জানিয়েছে, ২২ কোটি মানুষের নিরাপত্তায় মাত্র ৩ লাখ ৭০ হাজার সদস্য কাজ করছেন, যাদের অনেকেই শুধু ধনী ব্যক্তিদের সুরক্ষায় নিয়োজিত।

