আরব সাগরে ক্ষেপণাস্ত্রের মহড়া চালালো ভারত

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ০৯: ৫৬

কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ হামলার পর আরব সাগরে জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মহড়া চালিয়েছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর নির্ভুল কার্যক্ষমতা পরীক্ষা করতে এই মহড়া চালিয়েছে ভারত। বিশ্লেষকরা বলছেন, কাশ্মিরে হামলার পর এই মহড়ার মাধ্যমে ভারত হয়তো পাকিস্তান কোনো বার্তা দিতে চাচ্ছে।

বিজ্ঞাপন

মহড়ার পর ভারতের নৌবাহিনী জানিয়েছে, তারা তাদের সামুদ্রিক স্বার্থরক্ষায় ‘যেকোনো সময়, যেকোনো জায়গায়, যেকোনো উপায়ে’ যুদ্ধ করতে প্রস্তুত রয়েছে।

ভারতীয় নৌবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের পোস্টে মহড়ার একাধিক ছবি ও ভিডিও শেয়ার করেছে।

নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, ‘যুদ্ধজাহাজগুলোর দূরপাল্লার নির্ভুল হামলা চালানোর কার্যক্ষমতা, সিস্টেম ও ক্রুদের প্রস্তুতি নিশ্চিত করতে এই মহড়া চালানো হয়েছে। সফলভাবে এই মহড়া শেষ হয়েছে। ভারতীয় নৌবাহিনী জাতির সামুদ্রিক স্বার্থরক্ষায় যেকোনো উপায়ে যুদ্ধ করতে প্রস্তুত।’

এদিকে এই মহড়ার পর পাকিস্তান একটি বিবৃতি দিয়েছে।

পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনার মধ্যে এই মহড়া করা হলো। জম্মু ও কাশ্মিরে ২৬ জন বেসামরিক নাগরিককে হত্যার পর ভারত পাকিস্তানি নাগরিকদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে এবং গুরুত্বপূর্ণ সিন্ধু পানিচুক্তিও স্থগিত করেছে। এ ছাড়া আরও কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে।

এর জবাবে পাকিস্তানও ভারতের সঙ্গে সব দ্বিপক্ষীয় চুক্তি স্থগিত করেছে। একই সঙ্গে নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানের দিক থেকে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ করেছে ভারত, যা দেশটির সৈন্যদের যুদ্ধে উসকে দেয়ার চেষ্টা বলে মনে করা হচ্ছে। এর মধ্যে সীমান্তে দুই দেশের মধ্যে কয়েক দফায় গোলাগুলির ঘটনাও ঘটেছে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা এসবের জবাব দিয়েছে। তবে এই গোলাগুলিতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত