আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ট্রাম্পের অভিষেকে আমন্ত্রণ পাননি উরসুলা

আন্তর্জাতিক ডেস্ক

ট্রাম্পের অভিষেকে আমন্ত্রণ পাননি উরসুলা

জো বাইডেনের পরে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি তার অভিষেক অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

অভিষেক অনুষ্ঠানে বিশ্বের অনেক শীর্ষ নেতা আমন্ত্রণ পেলেও ব্যতিক্রম ঘটিয়ে এতে আমন্ত্রণ পাননি ইউরোপীয় ইউনিয়ন-ইইউর পরিচালনাকারী ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়ন।

গত শুক্রবার আনাদোলু এজেন্সিতে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ইউরোপীয় কমিশনের মুখপাত্র পাউলা পিনহো জানান, শপথ অনুষ্ঠানে থাকার জন্য কোনো ধরনের আমন্ত্রণ পাননি উরসুলা ভন ডার লিয়ন।

তিনি বলেন, ‘আমেরিকায় নির্বাচনের পরপরই প্রেসিডেন্ট-ইলেক্ট ট্রাম্পের সঙ্গে প্রেসিডেন্ট ভন ডার লিয়নের ফোনালাপ হয়েছিল। এরপর আর কোনো যোগাযোগ হয়নি।’

তবে আমেরিকার নতুন প্রশাসনের সঙ্গে যোগাযোগে আগ্রহের কথা জানান তিনি।

পাউলা পিনহো জানান, বর্তমানে ইইউ কমিশন প্রেসিডেন্ট অসুস্থ। তবে তাকে নিমন্ত্রণ জানালো হলে সেখানে যোগ দেবেন কি না তা বিবেচনা করে দেখবেন বলে জানিয়েছেন তিনি। তবে এখনই এ নিয়ে কোনো চিন্তা করছেন না উরসুলা।

ট্রাম্পের প্রথম মেয়াদের শাসনামলে প্রায়ই ইউরোপীয় নেতাদের বিদ্রূপ করে কথা বলতেন তিনি। ট্রাম্প বলতেন, ইউরোপীয়দের নিজেদের রক্ষার জন্য আরও বেশি কিছু করা জরুরি। ইউরোপীয় মিত্রদের নিয়ে গঠিত ন্যাটো জোট থেকেও আমেরিকাকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছিলেন ট্রাম্প।

এদিকে নতুন করে অভিষেকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উপস্থিতি প্রত্যাশা করে বক্তব্য দিয়েছিলেন ট্রাম্প। তবে ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের উপস্থিতির বিষয়ে কোনো মন্তব্য করেননি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...