নেতানিয়াহুকে ক্ষমা করার আহ্বান ট্রাম্পের

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ২০: ২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলি সংসদ নেসেটে ভাষণে দেশটির রাষ্ট্রপতি আইজ্যাক হার্জোগকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দুর্নীতির অভিযোগ থেকে ক্ষমা করার জন্য।

সোমবার ইসরাইলি গণমাধ্যম টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

নেসেটে ট্রাম্প বলেন,‘আমার একটা ধারণা আছে — কেন আপনি নেতানিয়াহুকে ক্ষমা করবেন না?’

তিনি নেতানিয়াহুকে ভুল করে ‘যুদ্ধকালীন মহান রাষ্ট্রপতিদের একজন’ বলে উল্লেখ করেন, যদিও নেতানিয়াহু প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

তার এই মন্তব্যে সংসদে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় — কেউ করতালি দেন, আবার কেউ প্রতিবাদ করেন।

উল্লেখ্য, নেতানিয়াহু বর্তমানে জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে বিচারের মুখোমুখি, যা বিলাসবহুল উপহার — সিগার, শ্যাম্পেন এবং গয়নাসহ — গ্রহণের কেলেঙ্কারির সঙ্গে সম্পর্কিত।

এটি প্রথমবার নয় যে ট্রাম্প নেতানিয়াহুর জন্য আইনি দয়া চেয়েছেন। এর আগে, ২০২৫ সালের গ্রীষ্মে, তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক দীর্ঘ পোস্টে নেতানিয়াহুর চলমান ফৌজদারি মামলার সমাপ্তির আহ্বান জানান।

নেসেটের এই ভাষণে ট্রাম্প ইসরাইলের যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি, শান্তি চুক্তির অগ্রগতি এবং নেতানিয়াহুর নেতৃত্বের প্রশংসা করেন। তবে তার এই ক্ষমার আহ্বান ইসরাইলি রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক সৃষ্টি করেছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত