ইরানে হামলার জেরে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ১১: ৫৯
আপডেট : ১৩ জুন ২০২৫, ১২: ০৪
ছবি: সংগৃহীত

ইরানে ইসরাইলি হামলার জেরে বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার বিশ্ববাজারে তেলের দাম নয় শতাংশ বেড়ে যায়। যা গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ। মধ্যপ্রাচ্যজুড়ে চলমান উত্তেজনা বিনিয়োগকারীদের মাঝে উদ্বেগ তৈরি করেছে।

বিজ্ঞাপন

ব্রেন্ট ক্রুড ফিউচারস ৬.২৯ ডলার বা ৯.০৭% বেড়ে ব্যারেল প্রতি ৭৫.৬৫ ডলারের পৌঁছেছে। যা ২৭ জানুয়ারি থেকে সর্বোচ্চ। মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমেডিয়েট অপরিশোধিত তেলের দাম ৬.৪৩ ডলার বা ৯.৪৫% বেড়ে ব্যারেল প্রতি ৭৪.৪৭ ডলারে দাঁড়িয়েছে। যা ২১ জানুয়ারি থেকে সর্বোচ্চ।

ওয়ারেন প্যাটারসনের নেতৃত্বে আইএনজি বিশ্লেষকরা এক বার্তায় বলেছেন, ইরানে ইসরাইলি হামলার কারণে ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যুদ্ধের কারণে সম্ভাব্য সরবরাহ ব্যাহত হওয়ায় তেলের বাজারকে আরো বেশি ঝুঁকিপূর্ণ প্রিমিয়ামে মূল্য নির্ধারণ করতে হবে।

তবে সিঙ্গাপুর ভিত্তিক কয়েকজন বিনিয়োগকারী রয়টার্সকে জানান, এই হামলা মধ্যপ্রাচ্যের তেল সরবরাহে প্রভাব ফেলবে কিনা তা এখনই বলা যাবে না। কারণ ইরান কীভাবে প্রতিশোধ নেবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে কিনা এটি তার উপর নির্ভর করবে।

এক বিনিয়োগকারী জানান, হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাবে কিনা মূলত সে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন তারা।

জ্বালানি বিশ্লেষক সউল কাভোনিকের মতে, চরম পরিস্থিতিতে জ্বালানি অবকাঠামোর উপর হামলা বা হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচল সীমিত করার মাধ্যমে ইরান প্রতিদিন ২০ মিলিয়ন ব্যারেল পর্যন্ত তেল সরবরাহ ব্যাহত করতে পারবে।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত