ইসরাইলে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১২: ০৯
ছবি: টাইমস অব ইসরাইল

ইসরাইলে আবারো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে তা প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে ইসরাইল। খবর টাইমস অব ইসরাইলের।

স্থানীয় সময় আজ (রোববার) ভোর ৫টার দিকে মধ্য ইসরাইল, দক্ষিণ পশ্চিম তীরের কিছু বসতিসহ বিভিন্ন এলাকায় সতকর্তামূলক সাইরেন বেজে ওঠে। যার ফলে শত শত ইসরাইলি আশ্রয়কেন্দ্রে ছুটে আসে।

বিজ্ঞাপন

এর কিছুক্ষণ পরেই ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী ঘোষণা করে যে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে। হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

আইডিএফ জানিয়েছে, এটি ইয়েমেন থেকে হুথি বিদ্রোহীদের নিক্ষিপ্ত ৯১তম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা গত ১৮ মার্চ থেকে ইসরাইলের দিকে ছোড়া হয়েছে। ওই দিন থেকেই গাজায় হামাসের বিরুদ্ধে ইসরাইল নতুন করে সামরিক অভিযান শুরু করে। এই সময়ের মধ্যে ইসরাইলে কমপক্ষে ৪১টি ড্রোনও নিক্ষেপ করেছে হুথি।

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত