আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সুদানে ড্রোন হামলায় নিহত ১০

আমার দেশ অনলাইন

সুদানে ড্রোন হামলায় নিহত ১০

সুদানের দক্ষিণ দারফুর প্রদেশের একটি ব্যস্ত বাজারে ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। তবে কারা এ হামলা চালিয়েছে সেটি নিশ্চিত নয়।

বিজ্ঞাপন

দেশটির বিভিন্ন অঞ্চলে সেনাবাহিনী ও প্যারামিলিটারি র‌্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)-এর মধ্যে সংঘর্ষের তীব্রতা বাড়ার মধ্যেই এ হামলার ঘটনা ঘটল।

মানবাধিকার সংগঠন নর্থ দারফুর ইমার্জেন্সি রুমস কাউন্সিল জানায়, শনিবার (২০ ডিসেম্বর) আরএসএফের নিয়ন্ত্রণাধীন মালহার শহরের আল-হারা মার্কেটে ড্রোন থেকে হামলা চালানো হয়। এতে বহু দোকানে আগুন ধরে যায় এবং বাজারের অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে হামলাকারীদের পরিচয় সম্পর্কে সংগঠনটি কোনো তথ্য দেয়নি।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে তা রক্তক্ষয়ী গৃহযুদ্ধে রূপ নেয়। এই যুদ্ধে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং প্রায় এক কোটি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। পাশাপাশি দেশজুড়ে দেখা দিয়েছে চরম মানবিক সংকট ও দুর্ভিক্ষ পরিস্থিতি।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন