স্টাফ রিপোর্টার
দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। যদিও মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তবুও দুই দেশে উত্তেজনা বিরাজ করছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে ভারতের পুলিশ ১০ জনেরও বেশি নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে স্থানীয় ইউটিউবার, ব্যবসায়ী ও ছাত্র রয়েছেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানার বাসিন্দা জ্যোতি মালহোত্রাকে নিয়ে। তিনি পর্যটন সংক্রান্ত ভ্লগ তৈরি করেন এবং তার ‘ট্র্যাভেল ভ্লগ’ বানানোর জন্য বেশ কয়েকবার পাকিস্তানে গেছেন। তার সর্বশেষ যাত্রাটি চলতি বছরের মার্চ মাসে ছিল।
হরিয়ানা পুলিশের অভিযোগ, দিল্লিতে পাকিস্তান দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে জ্যোতির যোগাযোগ ছিল। ওই কর্মকর্তাকে ভারত থেকে কিছুদিন আগে বহিষ্কার করা হয়েছে। মালহোত্রার বাবা তার মেয়ের বিরুদ্ধে ওঠা গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন, তিনি প্রয়োজনীয় অনুমতি নিয়েই পাকিস্তানে গিয়েছিলেন।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, জ্যোতি মালহোত্রা ছাড়া উত্তর প্রদেশ পুলিশের সন্ত্রাসদমন শাখা মোরাদাবাদ থেকে শাহজাদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। শাহজাদ রামপুরের বাসিন্দা এবং তিনি গত কয়েক বছর ধরে মাঝে মাঝে পাকিস্তানে যেতেন। প্রসাধনী সামগ্রী, পোশাক, মশলা ইত্যাদি সীমান্ত দিয়ে পাচার করতেন এবং পুলিশ সূত্রে জানা গেছে, তিনি পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হয়ে কাজ করতেন।
এদিকে, হরিয়ানা পুলিশের বিশেষ গোয়েন্দা শাখা কৈথল থেকে ২৫ বছর বয়সী দেবেন্দ্র সিং ধীলোঁ নামে এক ছাত্রকেও আইএসআইয়ের হয়ে কাজ করার অভিযোগে গ্রেপ্তার করেছে। ডেপুটি পুলিশ সুপার বীরভান সিং জানিয়েছেন, ‘অপারেশন সিন্দুর’ চলাকালীন দেবেন্দ্র ভারতীয় সেনাবাহিনীর গোপন তথ্য সরবরাহ করতেন।
ডেপুটি পুলিশ সুপার আরও জানিয়েছেন, দেবেন্দ্র সিং পাকিস্তানের অভ্যন্তরে শিখ ধর্মাবলম্বীদের তীর্থস্থান কার্তারপুর সাহিবে গিয়েছিলেন এবং সেখানেই আইএসআইয়ের সংস্পর্শে আসেন। ভারতে ফিরে আসার পর থেকে তিনি সামরিক বাহিনী সংক্রান্ত সংবেদনশীল তথ্য পাকিস্তানে পাঠাতে শুরু করেন। পাটিয়ালায় পড়াশোনা করার সময় তিনি মোবাইল ফোনে সেনা ক্যান্টনমেন্টের ছবি তুলেছিলেন এবং সেগুলো আইএসআইকে পাঠিয়েছিলেন।
এছাড়া, পাঞ্জাব ও হরিয়ানার আরও তিনজন ব্যক্তিকে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে সংশ্লিষ্ট রাজ্যের পুলিশ নিশ্চিত করেছে।
সূত্র: বিবিসি বাংলা
দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। যদিও মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তবুও দুই দেশে উত্তেজনা বিরাজ করছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে ভারতের পুলিশ ১০ জনেরও বেশি নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে স্থানীয় ইউটিউবার, ব্যবসায়ী ও ছাত্র রয়েছেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানার বাসিন্দা জ্যোতি মালহোত্রাকে নিয়ে। তিনি পর্যটন সংক্রান্ত ভ্লগ তৈরি করেন এবং তার ‘ট্র্যাভেল ভ্লগ’ বানানোর জন্য বেশ কয়েকবার পাকিস্তানে গেছেন। তার সর্বশেষ যাত্রাটি চলতি বছরের মার্চ মাসে ছিল।
হরিয়ানা পুলিশের অভিযোগ, দিল্লিতে পাকিস্তান দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে জ্যোতির যোগাযোগ ছিল। ওই কর্মকর্তাকে ভারত থেকে কিছুদিন আগে বহিষ্কার করা হয়েছে। মালহোত্রার বাবা তার মেয়ের বিরুদ্ধে ওঠা গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন, তিনি প্রয়োজনীয় অনুমতি নিয়েই পাকিস্তানে গিয়েছিলেন।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, জ্যোতি মালহোত্রা ছাড়া উত্তর প্রদেশ পুলিশের সন্ত্রাসদমন শাখা মোরাদাবাদ থেকে শাহজাদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। শাহজাদ রামপুরের বাসিন্দা এবং তিনি গত কয়েক বছর ধরে মাঝে মাঝে পাকিস্তানে যেতেন। প্রসাধনী সামগ্রী, পোশাক, মশলা ইত্যাদি সীমান্ত দিয়ে পাচার করতেন এবং পুলিশ সূত্রে জানা গেছে, তিনি পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হয়ে কাজ করতেন।
এদিকে, হরিয়ানা পুলিশের বিশেষ গোয়েন্দা শাখা কৈথল থেকে ২৫ বছর বয়সী দেবেন্দ্র সিং ধীলোঁ নামে এক ছাত্রকেও আইএসআইয়ের হয়ে কাজ করার অভিযোগে গ্রেপ্তার করেছে। ডেপুটি পুলিশ সুপার বীরভান সিং জানিয়েছেন, ‘অপারেশন সিন্দুর’ চলাকালীন দেবেন্দ্র ভারতীয় সেনাবাহিনীর গোপন তথ্য সরবরাহ করতেন।
ডেপুটি পুলিশ সুপার আরও জানিয়েছেন, দেবেন্দ্র সিং পাকিস্তানের অভ্যন্তরে শিখ ধর্মাবলম্বীদের তীর্থস্থান কার্তারপুর সাহিবে গিয়েছিলেন এবং সেখানেই আইএসআইয়ের সংস্পর্শে আসেন। ভারতে ফিরে আসার পর থেকে তিনি সামরিক বাহিনী সংক্রান্ত সংবেদনশীল তথ্য পাকিস্তানে পাঠাতে শুরু করেন। পাটিয়ালায় পড়াশোনা করার সময় তিনি মোবাইল ফোনে সেনা ক্যান্টনমেন্টের ছবি তুলেছিলেন এবং সেগুলো আইএসআইকে পাঠিয়েছিলেন।
এছাড়া, পাঞ্জাব ও হরিয়ানার আরও তিনজন ব্যক্তিকে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে সংশ্লিষ্ট রাজ্যের পুলিশ নিশ্চিত করেছে।
সূত্র: বিবিসি বাংলা
আফগানিস্তান-যুক্তরাষ্ট্রের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটে ২০২১ সালে। দুই দশক ধরে চলা, এই যুদ্ধের কারণে বৈরী সম্পর্ক রয়েছে দেশ দুটির মধ্যে, তবে এমন সম্পর্ক থেকে উত্তরণ চায় ইসলামিক আমিরাত আফগানিস্তান। যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়নই এখন তাদের লক্ষ্য।
১ ঘণ্টা আগেভারতের উত্তর প্রদেশের একটি শিল্পনগরী এলাকা কানপুর। গত ৪ সেপ্টেম্বর কানপুরের মুসলিম অধ্যুষিত এলাকা সৈয়দ নগরে ঈদে মিলাদুন্নবি উদ্যাপন উপলক্ষে সন্ধ্যায় একটি সাইনবোর্ড টাঙানো হয়।
২ ঘণ্টা আগেসম্প্রতি বায়ু দূষণ কমানোর জন্য রাজধানীতে পেট্রোলচালিত মোটরবাইকের উপর নিষেধাজ্ঞা জারি করে ভিয়েতনাম প্রশাসন। যা ২০২৬ সালের মাঝামাঝি থেকে কার্যকর হওয়ার কথা। তবে, পরিকল্পিত এই নিষেধাজ্ঞার ফলে ৪.৬ বিলিয়ন ডলারের বাজার হারাবে বলে আশঙ্কা করছে জাপান সরকার এবং দেশের কিছু শীর্ষস্থানীয় নির্মাতা।
২ ঘণ্টা আগেগাজায় সাফল্য অর্জনের জন্য যে অনুকূল পরিস্থিতি পেয়েছিল ট্রাম্পের প্রধান কূটনৈতিক মধ্যস্থতাকারী স্টিভ উইটকফ ও তার দল, সেটা ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে তৈরি করা কঠিন হতে পারে, কারণ এই যুদ্ধ প্রায় চার বছর ধরে চলছে।
৩ ঘণ্টা আগে