আমার দেশ অনলাইন
নেদারল্যান্ডসের হেগে অভিবাসনবিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। এসময় পুলিশের সোথে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। গ্রেপ্তার হয়েছেন অন্তত ৩০ জন। খবর বিবিসির।
পুলিশ জানায়, প্রায় এক হাজার ৫০০ বিক্ষোভকারী একটি মহাসড়ক অবরোধ করে এবং পুলিশেরি একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে পাথর ও বোতল ছুঁড়ে মারে কেউ কেউ। এক পর্যায়ে দু’পক্ষের মাঝে সংঘর্ষ বাধে। এতে দুই পুলিশ কর্মকর্তা আহত হন।
এ ঘটনাটিকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে ডাচ প্রধানমন্ত্রী ডিক স্কোফ বলেন, ‘নির্লজ্জ সহিংসতার এমন দৃশ্য কোনোভাবেই মেনে নেয়া যায় না।’
বিক্ষোভের আয়োজন করেছিলেন এক ডানপন্থি অভিবাসন বিরোধী কর্মী। তিনি সরকারের অভিবাসননীতি কঠোর করার এবং আশ্রয়প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।
তবে বিপুলসংখ্যক বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর মুখোমুখি হওয়ার পর সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের মধ্যে অনেকে ডাচ পতাকা ও উগ্র-ডানপন্থি সংগঠনের পতাকা হাতে রেখছিলেন।
উইল্ডার্সের কট্টর-ডানপন্থি পিভিভি দল শাসক জোট থেকে সরে গেলে গত জুনে নেদারল্যান্ডস সরকার ভেঙে পড়ে। অভিবাসন ইস্যুতেই এ বিরোধ সৃষ্টি হয়। উইল্ডার্স অতিরিক্ত ১০টি আশ্রয়বিরোধী নীতি চাপিয়ে দিতে চেয়েছিলেন— যার মধ্যে আশ্রয়ের আবেদন স্থগিত রাখা, নতুন রিসেপশন সেন্টার তৈরি বন্ধ করা এবং পরিবার পুনর্মিলন সীমিত করাও ছিল।
আরএ
নেদারল্যান্ডসের হেগে অভিবাসনবিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। এসময় পুলিশের সোথে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। গ্রেপ্তার হয়েছেন অন্তত ৩০ জন। খবর বিবিসির।
পুলিশ জানায়, প্রায় এক হাজার ৫০০ বিক্ষোভকারী একটি মহাসড়ক অবরোধ করে এবং পুলিশেরি একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে পাথর ও বোতল ছুঁড়ে মারে কেউ কেউ। এক পর্যায়ে দু’পক্ষের মাঝে সংঘর্ষ বাধে। এতে দুই পুলিশ কর্মকর্তা আহত হন।
এ ঘটনাটিকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে ডাচ প্রধানমন্ত্রী ডিক স্কোফ বলেন, ‘নির্লজ্জ সহিংসতার এমন দৃশ্য কোনোভাবেই মেনে নেয়া যায় না।’
বিক্ষোভের আয়োজন করেছিলেন এক ডানপন্থি অভিবাসন বিরোধী কর্মী। তিনি সরকারের অভিবাসননীতি কঠোর করার এবং আশ্রয়প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।
তবে বিপুলসংখ্যক বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর মুখোমুখি হওয়ার পর সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের মধ্যে অনেকে ডাচ পতাকা ও উগ্র-ডানপন্থি সংগঠনের পতাকা হাতে রেখছিলেন।
উইল্ডার্সের কট্টর-ডানপন্থি পিভিভি দল শাসক জোট থেকে সরে গেলে গত জুনে নেদারল্যান্ডস সরকার ভেঙে পড়ে। অভিবাসন ইস্যুতেই এ বিরোধ সৃষ্টি হয়। উইল্ডার্স অতিরিক্ত ১০টি আশ্রয়বিরোধী নীতি চাপিয়ে দিতে চেয়েছিলেন— যার মধ্যে আশ্রয়ের আবেদন স্থগিত রাখা, নতুন রিসেপশন সেন্টার তৈরি বন্ধ করা এবং পরিবার পুনর্মিলন সীমিত করাও ছিল।
আরএ
ভারতের উত্তর প্রদেশের একটি শিল্পনগরী এলাকা কানপুর। গত ৪ সেপ্টেম্বর কানপুরের মুসলিম অধ্যুষিত এলাকা সৈয়দ নগরে ঈদে মিলাদুন্নবি উদ্যাপন উপলক্ষে সন্ধ্যায় একটি সাইনবোর্ড টাঙানো হয়।
১৯ মিনিট আগেসম্প্রতি বায়ু দূষণ কমানোর জন্য রাজধানীতে পেট্রোলচালিত মোটরবাইকের উপর নিষেধাজ্ঞা জারি করে ভিয়েতনাম প্রশাসন। যা ২০২৬ সালের মাঝামাঝি থেকে কার্যকর হওয়ার কথা। তবে, পরিকল্পিত এই নিষেধাজ্ঞার ফলে ৪.৬ বিলিয়ন ডলারের বাজার হারাবে বলে আশঙ্কা করছে জাপান সরকার এবং দেশের কিছু শীর্ষস্থানীয় নির্মাতা।
৩১ মিনিট আগেগাজায় সাফল্য অর্জনের জন্য যে অনুকূল পরিস্থিতি পেয়েছিল ট্রাম্পের প্রধান কূটনৈতিক মধ্যস্থতাকারী স্টিভ উইটকফ ও তার দল, সেটা ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে তৈরি করা কঠিন হতে পারে, কারণ এই যুদ্ধ প্রায় চার বছর ধরে চলছে।
১ ঘণ্টা আগেইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে যে, তারা মঙ্গলবার গভীর রাতে ব্রায়ানস্ক সীমান্ত অঞ্চলে একটি রাশিয়ান রাসায়নিক কারখানায় যুক্তরাজ্যের সরবরাহকৃত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করেছে।
১ ঘণ্টা আগে