ভেনেজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযানে কিউবার ৩২ নাগরিক নিহত হয়েছেন। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিতে এ হামলা চালায় যুক্তরাষ্ট্র। রোববার হাভানা এক বিবৃতিতে জানায়, নিহতদের সম্মানে ৫ ও ৬ জানুয়ারি দুই দিনের শোক পালন করা হবে। খবর আল জাজিরার।
কিউবা সরকারের দেওয়া বিবৃতিতে বিস্তারিত বলা না হলেও যারা নিহত হয়েছেন, তারা দেশটির সশস্ত্র বাহিনীর ও গোয়েন্দা সংস্থাগুলোর সদস্য বলে জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘নিরাপত্তা ও প্রতিরক্ষাসংক্রান্ত দায়িত্বের প্রতি অটল থেকে মর্যাদা ও বীরত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন তারা। হামলাকারীদের বিরুদ্ধে সরাসারি লড়াই করে মৃত্যুবরণ করেছেন।’
এর আগে রোববার মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, এই অভিযানে ‘অনেক কিউবান প্রাণ হারিয়েছেন’। তিনি আরো বলেন, ‘তারা মাদুরোকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছে। এটা ভালো কোনো সিদ্ধান্ত ছিল না।’
ভেনেজুয়েলার স্থানীয় সময় শনিবার ভোররাতে মার্কিন বাহিনী কারাকাসে সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। মাদকসংক্রান্ত অপরাধের অভিযোগে তাদের সোমবার আদালতে হাজির করার কথা রয়েছে।
আরএ/এসআই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


দ্বিতীয় সপ্তাহে ইরানের বিক্ষোভ, নিহত অন্তত ১২
ট্রাম্পের জোর দাবি: ‘গ্রিনল্যান্ড আমাদের দরকার’