আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইন্দোনেশিয়ায় বাস উল্টে নিহত ১৬

আমার দেশ অনলাইন

ইন্দোনেশিয়ায় বাস উল্টে নিহত ১৬
ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ায় বাস উল্টে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। রাজধানী জাকার্তা থেকে ইয়োকার্তায় যাওয়ার পথে সোমবার ভোরে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান বুদিওনো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর এএফপির।

বিজ্ঞাপন

তিনি বলেন, রাজধানী জাকার্তা থেকে ইয়োকার্তার দিকে যাচ্ছিল বাসটি। হাইওয়ে ইন্টারচেঞ্জের একটি মোড়ে পৌঁছানোর সময় ‌‘বেশ দ্রুত’ গতিতে চলছিল। রাস্তার সঙ্গে সংঘর্ষের পর বাসটি উল্টে যায়।

বুদিওনো বলেন, আমরা ৩৪ জনকে সরিয়ে নিয়েছি। ঘটনাস্থলেই ১৫ জনকে মৃত ঘোষণা করা হয়েছে এবং হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়েছে।

বেশ কয়েকজনকে চিকিৎসার জন্য সেমারাং শহরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন