বিদেশ সফর বাতিল করলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ১০: ২৫
জো বাইডেন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইতালি সফর বাতিল করেছেন। লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় তিনি এই সফর বাতিল করেন। প্রেসিডেন্ট হিসেবে সবশেষ বিদেশ সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ইতালি সফর করার কথা ছিল। বুধবার এ তথ্য জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়ের।

বিজ্ঞাপন

তিনি জানিয়েছেন, লস অ্যাঞ্জেলেসে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, দমকল এবং জরুরি বিভাগের কর্মীদের সঙ্গে বৈঠক করার পর ওয়াশিংটনে ফিরে বাইডেন এই সিদ্ধান্ত নেন।

এদিকে, লস অ্যাঞ্জেলেসে দ্রুত ছড়িয়ে পড়তে থাকা দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। দাবানলে পুড়ে গেছে বিস্তীর্ণ এলাকা। প্রচণ্ডগতিতে বয়ে চলা ঝড়ে হুহু করে ছড়িয়ে পড়ছে আগুন। এখন পর্যন্ত ১৩ হাজার ৬০৯ একরেরও বেশি জায়গাজুড়ে আগুন ছড়িয়ে গেছে। ধ্বংস হয়ে গেছে প্রায় ৫ হাজার অবকাঠামো। আর ক্ষতি হয়েছে ৫০ বিলিয়ন ডলারের সম্পদের।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত