আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পশ্চিম তীরে ১৯টি অবৈধ বসতি স্থাপনের অনুমোদন ইসরাইলের

আমার দেশ অনলাইন

পশ্চিম তীরে ১৯টি অবৈধ বসতি স্থাপনের অনুমোদন ইসরাইলের
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

অধিকৃত পশ্চিম তীরে আরো ১৯টি নতুন অবৈধ বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা। যার ফলে গত তিন বছরে অনুমোদিত অবৈধ বসতির মোট সংখ্যা ৬৯টিতে দাঁড়িয়েছে। রোববার ইসরাইল সরকারের এক বিবৃতিতে একথা জানানো হয়। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, জুডিয়া ও সামেরিয়ায় ১৯টি নতুন বসতি মন্ত্রিসভা অনুমোদন করেছে। তবে সিদ্ধান্তটি কখন নেয়া হয়েছে তা নির্দিষ্ট করে বলা হয়নি। বিবৃতিতে বলা হয়, ‘আমরা ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি স্থাপন চালিয়ে যাব।’

বিজ্ঞাপন

স্মোত্রিচ নিজেও একজন দখলদার বসতিস্থাপনকারী বা সেটলার। পশ্চিম তীর এলাকায় যেসব দখলদার বসতিস্থাপনকারী বসবাস করছেন, তাদের মধ্যে তিনিও আছেন।

সৌদি আরব ইতোমধ্যে এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে ইসরাইলের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে বলেছেন, পশ্চিম তীর অঞ্চলে ইসরাইলের দখলদারিত্ব কার্যক্রমের এই ধারাবাহিক সম্প্রসারণ একদিকে মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনাকে আরো উসকে দিচ্ছে, অন্যদিকে প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের গঠনকে হুমকির মুখে ফেলেছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন