আন্তর্জাতিক ডেস্ক
স্পেনে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে অন্তত ৫১টি স্থানে অগ্নিকাণ্ড অব্যাহত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ হাজারের বেশি মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হয়েছে।
রোববার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, দাবানল সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে কাস্টিলে ও লিওন, গালিসিয়া, অ্যাস্টুরিয়াস ও এক্সট্রিমাদুরা অঞ্চলে। কাস্টিলে ও লিওনে ২৫টি, গালিসিয়ায় ১৪টি এবং অ্যাস্টুরিয়াসে ১২টি জায়গায় আগুন ছড়িয়ে পড়েছে। গালিসিয়ায় একাই ৪৭ হাজার হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে।
কাস্টিলে ও লিওনে প্রায় ৩ হাজার ২৫০ জনকে উচ্ছেদ করা হয়েছে। এছাড়া এক্সট্রিমাদুরার জারিলা গ্রাম থেকে ২০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে স্পেনের মিলিটারি ইমার্জেন্সি ইউনিট এবং ইউরোপীয় ইউনিয়নের বিমান সহায়তায় কাজ করছে।
দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত অঞ্চলের পরিস্থিতি পরিদর্শনে যাওয়ার ঘোষণা দিয়েছেন। দেশটির ইতিহাসে এটিকে চলতি বছরের সবচেয়ে ভয়াবহ দাবানল হিসেবে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, চলতি বছর ইউরোপজুড়ে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে। স্পেন ছাড়াও পর্তুগাল ও গ্রিসে দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, ক্রমবর্ধমান তাপদাহ এবং শুষ্ক আবহাওয়া দাবানলকে আরও তীব্র করছে, যা জলবায়ু পরিবর্তনের গুরুতর প্রভাব প্রতিফলিত করছে।
স্পেনে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে অন্তত ৫১টি স্থানে অগ্নিকাণ্ড অব্যাহত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ হাজারের বেশি মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হয়েছে।
রোববার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, দাবানল সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে কাস্টিলে ও লিওন, গালিসিয়া, অ্যাস্টুরিয়াস ও এক্সট্রিমাদুরা অঞ্চলে। কাস্টিলে ও লিওনে ২৫টি, গালিসিয়ায় ১৪টি এবং অ্যাস্টুরিয়াসে ১২টি জায়গায় আগুন ছড়িয়ে পড়েছে। গালিসিয়ায় একাই ৪৭ হাজার হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে।
কাস্টিলে ও লিওনে প্রায় ৩ হাজার ২৫০ জনকে উচ্ছেদ করা হয়েছে। এছাড়া এক্সট্রিমাদুরার জারিলা গ্রাম থেকে ২০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে স্পেনের মিলিটারি ইমার্জেন্সি ইউনিট এবং ইউরোপীয় ইউনিয়নের বিমান সহায়তায় কাজ করছে।
দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত অঞ্চলের পরিস্থিতি পরিদর্শনে যাওয়ার ঘোষণা দিয়েছেন। দেশটির ইতিহাসে এটিকে চলতি বছরের সবচেয়ে ভয়াবহ দাবানল হিসেবে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, চলতি বছর ইউরোপজুড়ে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে। স্পেন ছাড়াও পর্তুগাল ও গ্রিসে দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, ক্রমবর্ধমান তাপদাহ এবং শুষ্ক আবহাওয়া দাবানলকে আরও তীব্র করছে, যা জলবায়ু পরিবর্তনের গুরুতর প্রভাব প্রতিফলিত করছে।
দুর্নীতি ও ক্রমবর্ধমান অপরাধের বিরুদ্ধে লাগাতার বিক্ষোভের জেরে রাজধানী লিমা এবং বন্দর প্রদেশ ক্যালাওতে ৩০ দিনের জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট হোসে জেরি। ক্রমবর্ধমান অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সশস্ত্র বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছেন তিনি।
২৭ মিনিট আগেবিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসাস সতর্ক করে বলেছেন, গাজা একটি স্বাস্থ্য বিপর্যয়ের সম্মুখীন, যা আগামী কয়েক প্রজন্ম ধরে স্থায়ী হবে। গাজায় ত্রাণ সরবরাহ বাড়ানোর ওপর জোর দেন তিনি।
১ ঘণ্টা আগেতুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, গাজায় ইসরাইল-হামাস যুদ্ধবিরতি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেইসঙ্গে ফিলিস্তিন-ইসরাইল সমস্যার দ্বিরাষ্ট্রীয় সমাধানের লক্ষ্যে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগেনাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার নাইজার রাজ্যে জ্বালানিবাহী ট্যাঙ্কারটি উল্টে যায়। এর পরপরই স্থানীয়রা ট্যাঙ্কার থেকে জ্বালানি সংগ্রহ করতে ছুটে আসেন। কিছুক্ষণ পরেই ট্যাঙ্কারটি বিস্ফোরিত হয়।
১ ঘণ্টা আগে