এবার ৬৩ ফিলিস্তিনি প্রত্নস্থানকে দখলে নিলো ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ২১: ৪৮

অধিকৃত পশ্চিম তীরে অবস্থিত ৬৩টি ফিলিস্তিনি প্রত্নতাত্ত্বিক স্থানকে ‘ইসরাইলি ঐতিহ্যবাহী স্থান’ হিসেবে ঘোষণা করেছে ইসরাইল। বুধবার এক প্রতিবেদনে এমন দাবি করেছে ফিলিস্তিনি গবেষণা প্রতিষ্ঠান অ্যাপ্লাইড রিসার্চ ইনস্টিটিউট-জেরুজালেম।

বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি সেনাবাহিনীর তত্ত্বাবধানে পশ্চিম তীরের বেসামরিক প্রশাসনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মতি আলমোজ স্বাক্ষরিত সামরিক আদেশে এসব স্থানকে ‘ইসরাইলি ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক এলাকা’ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে।

এর মধ্যে ৫৯টি স্থান নাবলুস গভর্নরেটে, ৩টি রামাল্লাহতে এবং ১টি সালফিট গভর্নরেটে অবস্থিত।

এআরআইজে জানিয়েছে, ইসরাইলের এই পদক্ষেপ শুধু প্রশাসনিক উদ্যোগ নয়; বরং এটি ফিলিস্তিনি ঐতিহ্য ও জাতীয় পরিচয় মুছে ফেলার পরিকল্পিত নীতি। এসব স্থান ইসরাইলি বসতি, ফাঁড়ি ও ঔপনিবেশিক স্থাপনার কাছাকাছি হওয়াতেই সেগুলিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। যা কেবল ইসরাইলি বসতি স্থাপনকারীদের জন্য উন্মুক্ত।

ফিলিস্তিনি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের শেষ নাগাদ পশ্চিম তীরে অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীর সংখ্যা বেড়ে ৭৭০,০০০-এ পৌঁছেছে। বর্তমানে অঞ্চলটিতে রয়েছে ১৮০টি স্থায়ী বসতি ও ২৫৬টি ফাঁড়ি, যার মধ্যে ১৩৮টি কৃষি ও পশুপালন ফাঁড়ি।

এছাড়া, ২০২৩ সালের অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হাতে অন্তত ১,০১৫ জন ফিলিস্তিনি নিহত ও ৭,০০০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।

উল্লেখ্য, ২০২৫ সালের জুলাই মাসে এক পরামর্শমূলক রায়ে আন্তর্জাতিক বিচার আদালত ইসরাইলের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখলকে ‘অবৈধ’ ঘোষণা করে এবং সমস্ত বসতি খালি করার আহ্বান জানায়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত