আন্তর্জাতিক ডেস্ক
অধিকৃত পশ্চিম তীরে অবস্থিত ৬৩টি ফিলিস্তিনি প্রত্নতাত্ত্বিক স্থানকে ‘ইসরাইলি ঐতিহ্যবাহী স্থান’ হিসেবে ঘোষণা করেছে ইসরাইল। বুধবার এক প্রতিবেদনে এমন দাবি করেছে ফিলিস্তিনি গবেষণা প্রতিষ্ঠান অ্যাপ্লাইড রিসার্চ ইনস্টিটিউট-জেরুজালেম।
বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি সেনাবাহিনীর তত্ত্বাবধানে পশ্চিম তীরের বেসামরিক প্রশাসনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মতি আলমোজ স্বাক্ষরিত সামরিক আদেশে এসব স্থানকে ‘ইসরাইলি ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক এলাকা’ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে।
এর মধ্যে ৫৯টি স্থান নাবলুস গভর্নরেটে, ৩টি রামাল্লাহতে এবং ১টি সালফিট গভর্নরেটে অবস্থিত।
এআরআইজে জানিয়েছে, ইসরাইলের এই পদক্ষেপ শুধু প্রশাসনিক উদ্যোগ নয়; বরং এটি ফিলিস্তিনি ঐতিহ্য ও জাতীয় পরিচয় মুছে ফেলার পরিকল্পিত নীতি। এসব স্থান ইসরাইলি বসতি, ফাঁড়ি ও ঔপনিবেশিক স্থাপনার কাছাকাছি হওয়াতেই সেগুলিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। যা কেবল ইসরাইলি বসতি স্থাপনকারীদের জন্য উন্মুক্ত।
ফিলিস্তিনি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের শেষ নাগাদ পশ্চিম তীরে অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীর সংখ্যা বেড়ে ৭৭০,০০০-এ পৌঁছেছে। বর্তমানে অঞ্চলটিতে রয়েছে ১৮০টি স্থায়ী বসতি ও ২৫৬টি ফাঁড়ি, যার মধ্যে ১৩৮টি কৃষি ও পশুপালন ফাঁড়ি।
এছাড়া, ২০২৩ সালের অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হাতে অন্তত ১,০১৫ জন ফিলিস্তিনি নিহত ও ৭,০০০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।
উল্লেখ্য, ২০২৫ সালের জুলাই মাসে এক পরামর্শমূলক রায়ে আন্তর্জাতিক বিচার আদালত ইসরাইলের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখলকে ‘অবৈধ’ ঘোষণা করে এবং সমস্ত বসতি খালি করার আহ্বান জানায়।
অধিকৃত পশ্চিম তীরে অবস্থিত ৬৩টি ফিলিস্তিনি প্রত্নতাত্ত্বিক স্থানকে ‘ইসরাইলি ঐতিহ্যবাহী স্থান’ হিসেবে ঘোষণা করেছে ইসরাইল। বুধবার এক প্রতিবেদনে এমন দাবি করেছে ফিলিস্তিনি গবেষণা প্রতিষ্ঠান অ্যাপ্লাইড রিসার্চ ইনস্টিটিউট-জেরুজালেম।
বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি সেনাবাহিনীর তত্ত্বাবধানে পশ্চিম তীরের বেসামরিক প্রশাসনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মতি আলমোজ স্বাক্ষরিত সামরিক আদেশে এসব স্থানকে ‘ইসরাইলি ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক এলাকা’ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে।
এর মধ্যে ৫৯টি স্থান নাবলুস গভর্নরেটে, ৩টি রামাল্লাহতে এবং ১টি সালফিট গভর্নরেটে অবস্থিত।
এআরআইজে জানিয়েছে, ইসরাইলের এই পদক্ষেপ শুধু প্রশাসনিক উদ্যোগ নয়; বরং এটি ফিলিস্তিনি ঐতিহ্য ও জাতীয় পরিচয় মুছে ফেলার পরিকল্পিত নীতি। এসব স্থান ইসরাইলি বসতি, ফাঁড়ি ও ঔপনিবেশিক স্থাপনার কাছাকাছি হওয়াতেই সেগুলিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। যা কেবল ইসরাইলি বসতি স্থাপনকারীদের জন্য উন্মুক্ত।
ফিলিস্তিনি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের শেষ নাগাদ পশ্চিম তীরে অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীর সংখ্যা বেড়ে ৭৭০,০০০-এ পৌঁছেছে। বর্তমানে অঞ্চলটিতে রয়েছে ১৮০টি স্থায়ী বসতি ও ২৫৬টি ফাঁড়ি, যার মধ্যে ১৩৮টি কৃষি ও পশুপালন ফাঁড়ি।
এছাড়া, ২০২৩ সালের অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হাতে অন্তত ১,০১৫ জন ফিলিস্তিনি নিহত ও ৭,০০০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।
উল্লেখ্য, ২০২৫ সালের জুলাই মাসে এক পরামর্শমূলক রায়ে আন্তর্জাতিক বিচার আদালত ইসরাইলের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখলকে ‘অবৈধ’ ঘোষণা করে এবং সমস্ত বসতি খালি করার আহ্বান জানায়।
ভারতের উত্তর প্রদেশের একটি শিল্পনগরী এলাকা কানপুর। গত ৪ সেপ্টেম্বর কানপুরের মুসলিম অধ্যুষিত এলাকা সৈয়দ নগরে ঈদে মিলাদুন্নবি উদ্যাপন উপলক্ষে সন্ধ্যায় একটি সাইনবোর্ড টাঙানো হয়।
২৮ মিনিট আগেসম্প্রতি বায়ু দূষণ কমানোর জন্য রাজধানীতে পেট্রোলচালিত মোটরবাইকের উপর নিষেধাজ্ঞা জারি করে ভিয়েতনাম প্রশাসন। যা ২০২৬ সালের মাঝামাঝি থেকে কার্যকর হওয়ার কথা। তবে, পরিকল্পিত এই নিষেধাজ্ঞার ফলে ৪.৬ বিলিয়ন ডলারের বাজার হারাবে বলে আশঙ্কা করছে জাপান সরকার এবং দেশের কিছু শীর্ষস্থানীয় নির্মাতা।
৪১ মিনিট আগেগাজায় সাফল্য অর্জনের জন্য যে অনুকূল পরিস্থিতি পেয়েছিল ট্রাম্পের প্রধান কূটনৈতিক মধ্যস্থতাকারী স্টিভ উইটকফ ও তার দল, সেটা ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে তৈরি করা কঠিন হতে পারে, কারণ এই যুদ্ধ প্রায় চার বছর ধরে চলছে।
১ ঘণ্টা আগেইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে যে, তারা মঙ্গলবার গভীর রাতে ব্রায়ানস্ক সীমান্ত অঞ্চলে একটি রাশিয়ান রাসায়নিক কারখানায় যুক্তরাজ্যের সরবরাহকৃত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করেছে।
২ ঘণ্টা আগে