বিষাক্ত মাশরুম খাইয়ে হত্যা, অস্ট্রেলীয় নারীর যাবজ্জীবন কারাদণ্ড

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২: ৩৫
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২: ৩৭

অস্ট্রেলিয়ায় বিষাক্ত মাশরুম খাইয়ে তিনজনকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। রায়ে বলা হয়, ৩৩ বছরের আগে ওই নারীর প্যারোলে মুক্তির কোনো সুযোগ নেই। খবর আল জাজিরার।

৫০ বছর বয়সী ওই নারীর নাম এরিন প্যাটারসন। তাকে জুলাই মাসে তিনটি খুনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়। ২০২৩ সালে ওয়েলিংটনে তার বাড়িতে এক অনুষ্ঠানে দুপুরের খাবারে বিষাক্ত মাশরুম পরিবেশন করেন। এতে তার স্বামীর মা-বাবা ও খালা মারা যান।

বিজ্ঞাপন

তার বিরুদ্ধে একটি হত্যাচেষ্টারও অভিযোগ আনা হয়েছে।

এ হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনো এক রহস্য।

আজ সোমবার তার সাজা পড়ে শোনানোর সময় সুপ্রিম কোর্টের বিচারপতি ক্রিস্টোফার বিল বলেন, ‘প্যাটারসন তার পরিবারকে মানসিক আঘাত দিয়েছেন। বিচারক বলেন, প্যাটারসন ভুক্তভোগীদের প্রতি কোনো অনুশোচনা দেখাননি। তার অপরাধ এতটা গুরুতর যে, এরজন্য কঠিন শাস্তি দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই।’

বিচারক বলেন, ৩৩ বছর পর তিনি প্যারোলে মুক্তির সুযোগ পাবেন। তখন তার বয়স হবে ৮৩ বছর।

এ রায়ের বিরুদ্ধে আপিল করতে ২৮ দিন সময় পাবেন প্যাটারসন।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত