আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫

আমার দেশ অনলাইন

ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫
ছবি: সংগৃহীত

ভিয়েতনামের মধ্যাঞ্চলে রেকর্ড পরিমাণ ভারী বৃষ্টিপাত ও বন্যায় চলতি সপ্তাহে ৩৫ জন নিহত হয়েছেন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, বন্যায় পাঁচ জন এখনো নিখোঁজ রয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত রোববার ও সোমবার ২৪ ঘন্টা ধরে রেকর্ড ১ দশমিক ৭ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি) পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে।

বিজ্ঞাপন

ভিয়েতনাম দুর্যোগ ও জলাশয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ভিডিডিএমএ) এক প্রতিবেদনে জানিয়েছে, হিউ, দা নাং, লাম ডং ও কোয়াং ত্রি-প্রদেশে বন্যায় ৩৫ জনের মৃত্যু হয়েছে।

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হোই আনের প্রাচীন শহরটি কোমর পর্যন্ত পানিতে প্লাবিত হয়েছে।

স্থানীয় একটি প্রধান নদী তীরবর্তী অঞ্চলগুলোকে ৬০ বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় প্লাবিত করেছে। পাশাপাশি, রোববার বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে, স্থানীয় বাসিন্দারা কাঠের নৌকায় করে শহরে চলাচল করছেন।

ভিডিডিএমএ জানিয়েছে, ১৬ হাজার ৫০০ টিরও বেশি ঘরবাড়ি বন্যায় ডুবে গেছে, ৪০ হাজারের বেশি হাঁস-মুরগি ও গবাদি পশু বন্যার পানির স্রোতের তোড়ে ভেসে গেছে এবং ৫ হাজার ৩০০ হেক্টরেরও বেশি ফসলি জমি পানিতে ডুবে গেছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন