মার্কিন ইতিহাসে দীর্ঘতম সরকারি অচলাবস্থা: সমঝোতার আভাস

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১৬: ৪৪

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বাধিক সময় ধরে চলা সরকারি অচলাবস্থা (শাটডাউন) বুধবার ৩৬ দিনে গড়াল। কংগ্রেস নতুন অর্থায়ন চুক্তিতে একমত না হওয়ায় ১ অক্টোবর থেকে শুরু হওয়া এই শাটডাউন এখনো অব্যাহত রয়েছে।

২০১৯ সালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদকালে ৩৫ দিন স্থায়ী হওয়া অচলাবস্থার রেকর্ড এবার ভেঙে গেছে। এর ফলে লাখো আমেরিকান জরুরি সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রতিদিনই বাড়ছে সাধারণ মানুষের দুর্ভোগ। হাজার হাজার সরকারি কর্মচাররী বেতন পাচ্ছেন না। বিমান চলাচল খাতে তৈরি হয়েছে বিপর্যয়ের আশঙ্কা।

বিজ্ঞাপন

গত এক মাসেরও বেশি সময় ধরে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে কোনো সমঝোতার ইঙ্গিত দেখা যায়নি। তবে সম্প্রতি কিছুটা আশার আলো দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুন।

তিনি বলেন, “আমার ধারণা, আমরা একটি সমাধানের কাছাকাছি পৌঁছে যাচ্ছি।”

মার্কিন পরিবহন সচিব শন ডাফি সতর্ক করেছেন, “যদি ডেমোক্র্যাটরা এক সপ্তাহের মধ্যে সমঝোতায় না আসে, তাহলে আমরা ব্যাপক ফ্লাইট বিলম্ব, বাতিল এবং কিছু আকাশপথ বন্ধের মুখোমুখি হতে পারি।”

১৩ হাজারেরও বেশি এয়ার ট্রাফিক কন্ট্রোলার বেতন ছাড়াই কাজ করছেন।

শাটডাউনের প্রভাব পড়েছে দরিদ্র জনগোষ্ঠীর ওপরও। যুক্তরাষ্ট্রে প্রতি আটজনের একজন খাদ্য সহায়তা (SNAP) কর্মসূচির ওপর নির্ভরশীল। কিন্তু অর্থায়ন বন্ধ থাকায় নভেম্বর মাসে কেবল আংশিক সহায়তা বিতরণ করা হচ্ছে।

ট্রাম্প প্রশাসন প্রথমে ঘোষণা দিয়েছিল, নভেম্বরে কোনো SNAP তহবিল বিতরণ করা হবে না। তবে আদালতের নির্দেশে জরুরি তহবিল থেকে আংশিক অর্থ প্রদানের আদেশ দেওয়া হয়েছে।

যদিও প্রেসিডেন্ট ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে-এ বলেছেন, “সরকার খোলা না হলে কোনো SNAP সুবিধা দেওয়া হবে না। র‍্যাডিক্যাল লেফট ডেমোক্র্যাটরা সরকার খুললেই কেবল এই সুবিধা পুনরায় চালু হবে।”

হোয়াইট হাউস অবশ্য জানিয়েছে, তারা আদালতের আদেশ মেনে চলবে।

সমঝোতার প্রচেষ্টা

সিনেটে এখন পর্যন্ত এক ডজনেরও বেশি বার একই অস্থায়ী অর্থায়ন বিল ভোটে তোলা হলেও কোনোটি পাস হয়নি। সেপ্টেম্বরে প্রতিনিধি পরিষদে পাস হওয়া প্রস্তাবটি সিনেটে আটকে আছে।

ডেমোক্র্যাটরা নিম্ন আয়ের জনগণের জন্য স্বাস্থ্যসেবা ভর্তুকি বাড়ানোর শর্তে অর্থায়ন বিল সমর্থনের প্রস্তাব দিয়েছে। কিন্তু রিপাবলিকানরা সেটিকে “রাজনৈতিক জিম্মি খেলা” হিসেবে আখ্যা দিয়ে বিরোধিতা করছে।

জন থুন বলেছেন, “এই সপ্তাহের মধ্যভাগের মধ্যে অগ্রগতি না হলে সপ্তাহের শেষে কিছু করা সম্ভব হবে না।”

তবে সাম্প্রতিক দিনগুলোতে মধ্যপন্থী ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে সমঝোতার প্রচেষ্টা দেখা যাচ্ছে। তারা ২৭ নভেম্বরের থ্যাঙ্কসগিভিং ছুটির আগেই চুক্তিতে পৌঁছাতে চান।

সূত্র: বিবিসি নিউজ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত