পোপ লিও বলেছেন, কয়েক দশক ধরে চলমান ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের একমাত্র সমাধান হলো একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা। রোববার তুরস্ক থেকে লেবাননে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি একথা বলেন। খবর আল আরাবিয়ার।
পোপ লিও বলেন, ‘আমরা সবাই জানি যে এই মুহূর্তে ইসরাইল সেই সমাধান গ্রহণ করছে না। তবে আমরা এটিকেই একমাত্র সমাধান হিসেবে দেখে থাকি।’
তিনি বলেন, ‘আমরা ইসরাইলেরও বন্ধু এবং আমরা দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী হতে চাই, যা তাদের সকলের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহায়তা করতে পারে।’
লিও তার তুরস্ক সফর নিয়ে আট মিনিটের একটি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে অংশ নেন। লিও বলেন, তিনি এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান ইসরাইল-ফিলিস্তিন এবং ইউক্রেন-রাশিয়া সংঘাত উভয় বিষয়েই আলোচনা করেছেন। লিও বলেন, উভয় যুদ্ধ বন্ধে সহায়তা করতে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তুরস্ক সফরের সময় পোপ সতর্ক করে দিয়ে বলেন, রক্তক্ষয়ী সংঘাতের কারণে মানবতা ঝুঁকির মধ্যে রয়েছে। পাশাপাশি তিনি ধর্মের নামে সহিংসতারও নিন্দা জানান।
এরআগে এই বছরের শুরুতে গাজায় ইসরাইলের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করেছিলেন লিও।
আরএ


আশ্রয় আবেদনের কার্যক্রম স্থগিতের মেয়াদ নিয়ে যা বললেন ট্রাম্প