আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পুলিশ ও গোয়েন্দা সংস্থা পর্যালোচনার নির্দেশ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর

আমার দেশ অনলাইন

পুলিশ ও গোয়েন্দা সংস্থা পর্যালোচনার নির্দেশ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ফাইল ছবি

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ রোববার দেশটির পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রম নিয়ে একটি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন। বন্ডি বিচে সংঘটিত হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, “ভয়াবহ ইহুদি-বিদ্বেষী সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে অস্ট্রেলিয়ানদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের কাছে যথাযথ ক্ষমতা ও কাঠামো আছে কি না, তা সরকার খতিয়ে দেখবে।” খবর বার্তা সংস্থা এএফপির।

এই পর্যালোচনার মাধ্যমে আইনশৃঙ্খলা ও গোয়েন্দা ব্যবস্থার সক্ষমতা, সমন্বয় এবং ভবিষ্যৎ হুমকি মোকাবিলায় প্রস্তুতি মূল্যায়ন করা হবে বলে জানানো হয়েছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর

খুঁজুন