অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ রোববার দেশটির পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রম নিয়ে একটি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন। বন্ডি বিচে সংঘটিত হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, “ভয়াবহ ইহুদি-বিদ্বেষী সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে অস্ট্রেলিয়ানদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের কাছে যথাযথ ক্ষমতা ও কাঠামো আছে কি না, তা সরকার খতিয়ে দেখবে।” খবর বার্তা সংস্থা এএফপির।
এই পর্যালোচনার মাধ্যমে আইনশৃঙ্খলা ও গোয়েন্দা ব্যবস্থার সক্ষমতা, সমন্বয় এবং ভবিষ্যৎ হুমকি মোকাবিলায় প্রস্তুতি মূল্যায়ন করা হবে বলে জানানো হয়েছে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

