আমার দেশ অনলাইন
গাজায় যুদ্ধ শেষ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতি পরিকল্পনা আরব ও ইসলামিক রাষ্ট্রগুলোর সম্মিলিত প্রস্তাবের প্রতিফলন নয় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ ইসহাক দার। বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গতকাল ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ট্রাম্প যা ঘোষণা করেছেন, তা আমাদের সেই নথি নয় যা আমরা তাদের কাছে পাঠিয়েছি। এতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বাদ গেছে, যেগুলো আমরা অন্তর্ভুক্ত করতে চাই।’
তিনি জানান, পাকিস্তানসহ আরও সাতটি মুসলিম দেশ ইতিমধ্যে একটি যৌথ বিবৃতি দিয়েছে, যেখানে গাজা যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি সমন্বিত পরিকল্পনার খসড়া উপস্থাপন করা হয়েছে। দার জোর দিয়ে বলেন, এই খসড়ার প্রতিই পাকিস্তান ও অন্যান্য রাষ্ট্রগুলোর পূর্ণ সমর্থন রয়েছে।
প্রসঙ্গত, মূল খসড়ায় যে বিষয়গুলো অগ্রাধিকার পেয়েছে, তার মধ্যে রয়েছে অবিলম্বে যুদ্ধবিরতি নিশ্চিত করা, গাজায় রক্তপাত বন্ধ করা, মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ তৈরি করা এবং জোরপূর্বক বাস্তুচ্যুতি পুরোপুরি বন্ধ করা। এসব বিষয় ট্রাম্পের প্রস্তাবে পর্যাপ্তভাবে প্রতিফলিত হয়নি বলেই ইসলামাবাদের অভিযোগ।
এদিকে মার্কিন উদ্যোগের সঙ্গে জড়িত সাফা নিউজ এজেন্সি জানিয়েছে যে ট্রাম্পের ঘোষিত ২০-দফা পরিকল্পনা আরব ও ইসলামিক দেশগুলোর উপস্থাপিত খসড়া পরিকল্পনার তুলনায় অনেক বেশি পরিবর্তিত। রিপোর্ট অনুযায়ী, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই পরিবর্তনগুলোর পেছনে বড় ভূমিকা পালন করেছেন।
সূত্রমতে, গত রবিবার নেতানিয়াহু হোয়াইট হাউসের দূত স্টিভ উইটকফ, প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, এবং ঘনিষ্ঠ উপদেষ্টা রন ডার্মার–এর সঙ্গে ছয় ঘণ্টাব্যাপী বৈঠক করেন। বৈঠকে নেতানিয়াহু পরিকল্পনার বেশ কিছু গুরুত্বপূর্ণ ধারা বদলানোর জন্য চাপ দেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের শর্ত ও সময়সূচি সংশোধন এবং মানবিক ইস্যুগুলোর গুরুত্ব হ্রাস করা।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, তারা এমন একটি শান্তি পরিকল্পনার পক্ষে, যা স্থায়ী যুদ্ধবিরতি, মানবিক সহায়তা পৌঁছাতে পূর্ণ স্বাধীনতা, এবং গাজাবাসীদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি বহন করবে। তাঁর মতে, ট্রাম্পের ঘোষিত পরিকল্পনা এই উদ্দেশ্যগুলো যথাযথভাবে পূরণ করছে না, বরং এতে ইসরাইলের রাজনৈতিক স্বার্থ বেশি প্রাধান্য পেয়েছে।
গাজায় যুদ্ধ শেষ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতি পরিকল্পনা আরব ও ইসলামিক রাষ্ট্রগুলোর সম্মিলিত প্রস্তাবের প্রতিফলন নয় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ ইসহাক দার। বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গতকাল ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ট্রাম্প যা ঘোষণা করেছেন, তা আমাদের সেই নথি নয় যা আমরা তাদের কাছে পাঠিয়েছি। এতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বাদ গেছে, যেগুলো আমরা অন্তর্ভুক্ত করতে চাই।’
তিনি জানান, পাকিস্তানসহ আরও সাতটি মুসলিম দেশ ইতিমধ্যে একটি যৌথ বিবৃতি দিয়েছে, যেখানে গাজা যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি সমন্বিত পরিকল্পনার খসড়া উপস্থাপন করা হয়েছে। দার জোর দিয়ে বলেন, এই খসড়ার প্রতিই পাকিস্তান ও অন্যান্য রাষ্ট্রগুলোর পূর্ণ সমর্থন রয়েছে।
প্রসঙ্গত, মূল খসড়ায় যে বিষয়গুলো অগ্রাধিকার পেয়েছে, তার মধ্যে রয়েছে অবিলম্বে যুদ্ধবিরতি নিশ্চিত করা, গাজায় রক্তপাত বন্ধ করা, মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ তৈরি করা এবং জোরপূর্বক বাস্তুচ্যুতি পুরোপুরি বন্ধ করা। এসব বিষয় ট্রাম্পের প্রস্তাবে পর্যাপ্তভাবে প্রতিফলিত হয়নি বলেই ইসলামাবাদের অভিযোগ।
এদিকে মার্কিন উদ্যোগের সঙ্গে জড়িত সাফা নিউজ এজেন্সি জানিয়েছে যে ট্রাম্পের ঘোষিত ২০-দফা পরিকল্পনা আরব ও ইসলামিক দেশগুলোর উপস্থাপিত খসড়া পরিকল্পনার তুলনায় অনেক বেশি পরিবর্তিত। রিপোর্ট অনুযায়ী, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই পরিবর্তনগুলোর পেছনে বড় ভূমিকা পালন করেছেন।
সূত্রমতে, গত রবিবার নেতানিয়াহু হোয়াইট হাউসের দূত স্টিভ উইটকফ, প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, এবং ঘনিষ্ঠ উপদেষ্টা রন ডার্মার–এর সঙ্গে ছয় ঘণ্টাব্যাপী বৈঠক করেন। বৈঠকে নেতানিয়াহু পরিকল্পনার বেশ কিছু গুরুত্বপূর্ণ ধারা বদলানোর জন্য চাপ দেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের শর্ত ও সময়সূচি সংশোধন এবং মানবিক ইস্যুগুলোর গুরুত্ব হ্রাস করা।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, তারা এমন একটি শান্তি পরিকল্পনার পক্ষে, যা স্থায়ী যুদ্ধবিরতি, মানবিক সহায়তা পৌঁছাতে পূর্ণ স্বাধীনতা, এবং গাজাবাসীদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি বহন করবে। তাঁর মতে, ট্রাম্পের ঘোষিত পরিকল্পনা এই উদ্দেশ্যগুলো যথাযথভাবে পূরণ করছে না, বরং এতে ইসরাইলের রাজনৈতিক স্বার্থ বেশি প্রাধান্য পেয়েছে।
বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩ মিনিটের সর্বশেষ তথ্য অনুযায়ী, স্পট গোল্ডের দাম ২.৬ শতাংশ কমে প্রতি আউন্সে চার হাজার ১৭ দশমিক ২৯ ডলারে নেমে এসেছে, যা প্রায় দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।
২৩ মিনিট আগেউগান্ডা পুলিশ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত সোয়া ১২টার দিকে কাম্পালা-গুলু হাইওয়েতে বিপরীত দিকে আসা দুটি বাস মুখোমুখি হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে গেলে একটি বাস উল্টে যায়। আর এ সময় দুর্ঘটনা থেকে বাঁচতে অন্যান্য যানবাহনগুলোও উল্টে গেলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেআফগানিস্তান-যুক্তরাষ্ট্রের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটে ২০২১ সালে। দুই দশক ধরে চলা, এই যুদ্ধের কারণে বৈরী সম্পর্ক রয়েছে দেশ দুটির মধ্যে, তবে এমন সম্পর্ক থেকে উত্তরণ চায় ইসলামিক আমিরাত আফগানিস্তান। যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়নই এখন তাদের লক্ষ্য।
৩ ঘণ্টা আগেভারতের উত্তর প্রদেশের একটি শিল্পনগরী এলাকা কানপুর। গত ৪ সেপ্টেম্বর কানপুরের মুসলিম অধ্যুষিত এলাকা সৈয়দ নগরে ঈদে মিলাদুন্নবি উদ্যাপন উপলক্ষে সন্ধ্যায় একটি সাইনবোর্ড টাঙানো হয়।
৪ ঘণ্টা আগে