চলমান বিক্ষোভে নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যাকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করেছে ইরান। বিক্ষোভে হস্তক্ষেপের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এমন অভিযোগ করেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
ইরানিদের সরকারি প্রতিষ্ঠান ‘দখল’ করার আহ্বান জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দেন ট্রাম্প। এর কিছুক্ষণ পরেই ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব হিসেবে দায়িত্ব পালনকারী সাবেক পার্লামেন্ট স্পিকার আলি লারিজানি এক্সে দেওয়া পোস্টে লেখেন, ‘ইরানের জনগণের প্রধান হত্যাকারীদের নাম ঘোষণা করা হচ্ছে: প্রথমজন ট্রাম্প, দ্বিতীয়জন নেতানিয়া’
ট্রাম্প ইরানিদের দেশটির নেতৃত্বের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তাদের বলেছেন, ‘সাহায্য আসছে’।
এদিকে, জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে বিরুদ্ধে রাজনৈতিক অস্থিতিশীলতায় উৎসাহিত করা, সহিংসতা উসকে দেওয়া এবং দেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন।
তিনি চিঠিতে লেখেন, ‘নিরীহ বেসামরিক মানুষের প্রাণহানির জন্য, বিশেষ করে তরুণদের মধ্যে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলি সরকার প্রত্যক্ষ এবং অনস্বীকার্য আইনি দায় বহন করে।’ চিঠিটি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকেও পাঠানো হয়েছে।
ইরানি কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে, বৃহস্পতিবার থেকে দেশব্যাপী গণবিক্ষোভের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইরান।
আরএ/এসআই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


যুক্তরাষ্ট্র হামলার অজুহাত খুঁজছে: ইরান
ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিলের ঘোষণা ট্রাম্পের