আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রেড অ্যালার্ট জারি

সালাতুল ইসতিসকার পর বৃষ্টিতে ভিজলো মসজিদে নববী

আমার দেশ অনলাইন

সালাতুল ইসতিসকার পর বৃষ্টিতে ভিজলো মসজিদে নববী
ছবি সংগৃহিত।

সৌদি আরবে বৃষ্টি কামনার বিশেষ নামাজ সালাতুল ইসতিসকা অনুষ্ঠিত হওয়ার একদিন পরই মদিনার আকাশে নেমে আসে কাঙ্ক্ষিত বৃষ্টি। শুক্রবার প্রবল বর্ষণে ভিজে ওঠে মসজিদে নববীর প্রাঙ্গণ, আর সেই নির্মল বর্ষণের মাঝে মুসল্লিরা আদায় করেন সাপ্তাহিক জুমার নামাজ। পবিত্র এই মুহূর্তটি বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে বিশেষ আবেগের জন্ম দিয়েছে। তবে বৃষ্টির পরই প্রতিকূল আবহাওয়ার সর্বোচ্চ সতর্কতা দিয়েছে সৌদি জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।

সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের আহ্বানে বৃহস্পতিবার দেশজুড়ে মসজিদগুলোতে বৃষ্টি কামনার বিশেষ নামাজ সালাতুল ইসতিসকা অনুষ্ঠিত হয়। এর আগে একই উদ্দেশ্যে কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতেও মুসল্লিরা বিশেষ নামাজ আদায় করেছিলেন।

বিজ্ঞাপন

বর্তমানে মক্কা, মদিনা, রিয়াদ ও আসিরসহ সৌদির বিভিন্ন অঞ্চলে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সৌদি জাতীয় আবহাওয়া কেন্দ্র মদিনায় এবং এর ফলে জীবন ও সম্পত্তির জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হতে পারে। জন্য লাল সতর্কতা এবং মক্কার জন্য তীব্র আবহাওয়ার সতর্কতা জারি করেছে। শিলাবৃষ্টি, আকস্মিক বন্যা ও বজ্রপাতের আশঙ্কায় বাসিন্দা ও ওমরাহ পালনকারীদের সতর্ক থাকতে বলা হয়েছে।

মক্কার মসজিদুল হারামেও শনিবার ভোরে প্রবল বর্ষণ দেখা যায়। ট্রাফিক বিভাগ চালকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। বৃষ্টিতে সিক্ত মসজিদে নববীর দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে— অনেকেই একে রহমতের প্রতীক বলে অভিহিত করছেন।
সূত্র: খালিজ টাইমস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন