আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কানাডায় ভারতীয় শিক্ষার্থীকে গুলি করে হত্যা

আমার দেশ অনলাইন

কানাডায় ভারতীয় শিক্ষার্থীকে গুলি করে হত্যা
ছবি: এনডিটিভি।

কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের স্কারবোরো ক্যাম্পাসের কাছে ২০ বছর বয়সী এক ভারতীয় শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম শিভাঙ্ক অবস্থি, তিনি টরন্টো বিশ্ববিদ্যালয়ের স্কারবোরো ক্যাম্পাসে (ইউটিএসসি)-এর ডক্টরেটের ছাত্র ছিলেন।
মঙ্গলবার বেলা ৩টা ৩৪ মিনিটে হাইল্যান্ড ক্রিক ট্রেইল ও ওল্ড কিংস্টন রোড এলাকায় এক ব্যক্তির গুরুতর আহত হওয়ার খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তখন তারা অবস্থিকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায় এবং ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।

টরন্টো পুলিশ জানিয়েছে, পুলিশ আসার আগেই সন্দেহভাজন ব্যক্তি পালিয়েছে। তবে সন্দেহভাজনের কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ।

বিজ্ঞাপন

ডিউটি ইন্সপেক্টর জেফ অ্যালিংটন গণমাধ্যমকে বলেন, ‘আমাদের এইমুহূর্তে লক্ষ্য হলো ঘটনাস্থলের প্রমাণ সংরক্ষণ করা, কী ঘটেছে তা জানা করা এবং তা নিহতের নিকটাত্মীয়কে অবহিত করা।’

কানাডাভিত্তিক টেলিভিশন নেটওয়ার্ক সিপি২৪ জানিয়েছে, ইউটিএসসির একজন মুখপাত্র বলেছেন, বিশ্ববিদ্যালয় তাদের ক্যাম্পাসের এই মৃত্যুর খবর পেয়ে ‘অত্যন্ত দুঃখিত।’

শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। টরন্টোয় অবস্থিত ভারতীয় কনস্যুলেট জেনারেল এক বার্তায় জানিয়েছে, তারা নিহত ছাত্রের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং মরদেহ দেশে ফেরানোসহ প্রয়োজনীয় সব ধরনের আইনি সহায়তা দিচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন