রাশিয়ার হামলা মোকাবেলায় ইউক্রেনকে ৭১০ মিলিয়ন ডলারের সমারিক সহায়তা দিতে যাচ্ছে স্পেন। মাদ্রিদে মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। খবর আরব নিউজের।
সানচেজ বলেন, প্রায় ৩০০ মিলিয়ন ইউরো নতুন প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে ব্যয় করা হবে।
তিনি বলেন, ‘আপনার লড়াই আমাদেরও লড়াই। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নব্য-সাম্রাজ্যবাদের লক্ষ্য ইউরোপকে দুর্বল করা’।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে, হাজার হাজার বেসামরিক মানুষ ও সেনা মারা গেছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। রাশিয়ার হামলার ফলে দেশের বিশাল এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
জেলেনস্কি বুধবার রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ও বন্দি বিনিময় নিয়ে আলোচনা করতে তুরস্ক সফর যাবেন। মঙ্গলবার টেলিগ্রামে শেয়ার করা এক বিবৃতিতে তিনি একথা জানান। তবে রাশিয়ার কোনো প্রতিনিধি এই বৈঠকে অংশ নেবে না।
জেলেনস্কি আশা করছেন কূটনৈতিক প্রক্রিয়া পুনরায় শুরু হতে পারে। তিনি বলেন, ‘আমরা আলোচনা জোরদার করার প্রস্তুতি নিচ্ছি এবং আমাদের অংশীদারদের কাছে দেয়ার জন্য প্রস্তাব তৈরি করছি। যুদ্ধের অবসান ঘটানো ইউক্রেনের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা বন্দি বিনিময় পুনরায় শুরু করার জন্যও কাজ করছি।’
আরএ


এপস্টেইন তদন্তের নথিপত্র প্রকাশের অনুমতি মার্কিন কংগ্রেসের
ট্রাম্পের নৈশভোজে অতিথি রোনালদো-মাস্ক