মিশরে প্রেসিডেন্টের ক্ষমায় এক হাজারের বেশি বন্দির মুক্তি

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ১৩: ৩৮
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১৩: ৪২
ছবি: বার্তা সংস্থা আনাদোলু

প্রেসিডেন্টের ক্ষমার আওতায় এক হাজার ৫৬ বন্দীকে মুক্তি দিয়েছে মিশর। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাধারণ ক্ষমার শর্ত পুরণ হওয়ায় প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি তাদের অবশিষ্ট সাজা মওকুফের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্টর সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে তাদের মুক্তি দেওয়া হয়েছে। ১৯৫২ সালের জুলাই বিপ্লবের ৭৩তম বার্ষিকি উপলক্ষে তাদের মুক্তি দেওয়া হয়। ওই বিপ্লবে মিশরে রাজতন্ত্রের পতন হয়।

বিজ্ঞাপন

মন্ত্রণালয় জানায়, প্রেসিডেন্টের ক্ষমার অধীনে কারা মুক্তি পাওয়ার যোগ্য তা নির্ধারণ করতে সারাদেশে বন্দিদের নথিপত্র পরীক্ষা করার জন্য পর্যালোচনা কমিটি গঠন করা হয়।

কমিটিগুলো এক হাজার ৫৬ বন্দিকে আগাম মুক্তির জন্য যোগ্য হিসেবে বিবেচনা করে। তবে যোগ্যতার মানদণ্ড সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

মন্ত্রণালয় মিশরে মোট বন্দির সংখ্যা প্রকাশ করেনি। বন্দিদের জন্য প্রেসিডেন্টের ক্ষমা পর্যায়ক্রমে জারি করা হয়।

১৯৫২ সালের ২৩শে জুলাই সংঘটিত অভ্যুত্থান জুলাই বিপ্লব নামে পরিচিতি। এই বিপ্লব মিশর ও সুদানের রাজতন্ত্রের পতন ঘটায় এবং মিশরকে প্রজাতন্ত্রে রূপান্তরিত করে। এই বিপ্লব ‘ফ্রি অফিসার্স মুভমেন্ট’ নামে পরিচিত একটি সামরিক দলের নেতৃত্বে সংঘটিত হয়েছিল। যাদের মধ্যে ছিলেন মুহাম্মদ নাগিব এবং জামাল আবদেল নাসের।

আরএ

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত