আমার দেশ অনলাইন
প্রেসিডেন্টের ক্ষমার আওতায় এক হাজার ৫৬ বন্দীকে মুক্তি দিয়েছে মিশর। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাধারণ ক্ষমার শর্ত পুরণ হওয়ায় প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি তাদের অবশিষ্ট সাজা মওকুফের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন। খবর বার্তা সংস্থা আনাদোলুর।
প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্টর সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে তাদের মুক্তি দেওয়া হয়েছে। ১৯৫২ সালের জুলাই বিপ্লবের ৭৩তম বার্ষিকি উপলক্ষে তাদের মুক্তি দেওয়া হয়। ওই বিপ্লবে মিশরে রাজতন্ত্রের পতন হয়।
মন্ত্রণালয় জানায়, প্রেসিডেন্টের ক্ষমার অধীনে কারা মুক্তি পাওয়ার যোগ্য তা নির্ধারণ করতে সারাদেশে বন্দিদের নথিপত্র পরীক্ষা করার জন্য পর্যালোচনা কমিটি গঠন করা হয়।
কমিটিগুলো এক হাজার ৫৬ বন্দিকে আগাম মুক্তির জন্য যোগ্য হিসেবে বিবেচনা করে। তবে যোগ্যতার মানদণ্ড সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
মন্ত্রণালয় মিশরে মোট বন্দির সংখ্যা প্রকাশ করেনি। বন্দিদের জন্য প্রেসিডেন্টের ক্ষমা পর্যায়ক্রমে জারি করা হয়।
১৯৫২ সালের ২৩শে জুলাই সংঘটিত অভ্যুত্থান জুলাই বিপ্লব নামে পরিচিতি। এই বিপ্লব মিশর ও সুদানের রাজতন্ত্রের পতন ঘটায় এবং মিশরকে প্রজাতন্ত্রে রূপান্তরিত করে। এই বিপ্লব ‘ফ্রি অফিসার্স মুভমেন্ট’ নামে পরিচিত একটি সামরিক দলের নেতৃত্বে সংঘটিত হয়েছিল। যাদের মধ্যে ছিলেন মুহাম্মদ নাগিব এবং জামাল আবদেল নাসের।
আরএ
প্রেসিডেন্টের ক্ষমার আওতায় এক হাজার ৫৬ বন্দীকে মুক্তি দিয়েছে মিশর। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাধারণ ক্ষমার শর্ত পুরণ হওয়ায় প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি তাদের অবশিষ্ট সাজা মওকুফের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন। খবর বার্তা সংস্থা আনাদোলুর।
প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্টর সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে তাদের মুক্তি দেওয়া হয়েছে। ১৯৫২ সালের জুলাই বিপ্লবের ৭৩তম বার্ষিকি উপলক্ষে তাদের মুক্তি দেওয়া হয়। ওই বিপ্লবে মিশরে রাজতন্ত্রের পতন হয়।
মন্ত্রণালয় জানায়, প্রেসিডেন্টের ক্ষমার অধীনে কারা মুক্তি পাওয়ার যোগ্য তা নির্ধারণ করতে সারাদেশে বন্দিদের নথিপত্র পরীক্ষা করার জন্য পর্যালোচনা কমিটি গঠন করা হয়।
কমিটিগুলো এক হাজার ৫৬ বন্দিকে আগাম মুক্তির জন্য যোগ্য হিসেবে বিবেচনা করে। তবে যোগ্যতার মানদণ্ড সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
মন্ত্রণালয় মিশরে মোট বন্দির সংখ্যা প্রকাশ করেনি। বন্দিদের জন্য প্রেসিডেন্টের ক্ষমা পর্যায়ক্রমে জারি করা হয়।
১৯৫২ সালের ২৩শে জুলাই সংঘটিত অভ্যুত্থান জুলাই বিপ্লব নামে পরিচিতি। এই বিপ্লব মিশর ও সুদানের রাজতন্ত্রের পতন ঘটায় এবং মিশরকে প্রজাতন্ত্রে রূপান্তরিত করে। এই বিপ্লব ‘ফ্রি অফিসার্স মুভমেন্ট’ নামে পরিচিত একটি সামরিক দলের নেতৃত্বে সংঘটিত হয়েছিল। যাদের মধ্যে ছিলেন মুহাম্মদ নাগিব এবং জামাল আবদেল নাসের।
আরএ
উগান্ডা পুলিশ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত সোয়া ১২টার দিকে কাম্পালা-গুলু হাইওয়েতে বিপরীত দিকে আসা দুটি বাস মুখোমুখি হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে গেলে একটি বাস উল্টে যায়। আর এ সময় দুর্ঘটনা থেকে বাঁচতে অন্যান্য যানবাহনগুলোও উল্টে গেলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেআফগানিস্তান-যুক্তরাষ্ট্রের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটে ২০২১ সালে। দুই দশক ধরে চলা, এই যুদ্ধের কারণে বৈরী সম্পর্ক রয়েছে দেশ দুটির মধ্যে, তবে এমন সম্পর্ক থেকে উত্তরণ চায় ইসলামিক আমিরাত আফগানিস্তান। যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়নই এখন তাদের লক্ষ্য।
২ ঘণ্টা আগেভারতের উত্তর প্রদেশের একটি শিল্পনগরী এলাকা কানপুর। গত ৪ সেপ্টেম্বর কানপুরের মুসলিম অধ্যুষিত এলাকা সৈয়দ নগরে ঈদে মিলাদুন্নবি উদ্যাপন উপলক্ষে সন্ধ্যায় একটি সাইনবোর্ড টাঙানো হয়।
৪ ঘণ্টা আগেসম্প্রতি বায়ু দূষণ কমানোর জন্য রাজধানীতে পেট্রোলচালিত মোটরবাইকের উপর নিষেধাজ্ঞা জারি করে ভিয়েতনাম প্রশাসন। যা ২০২৬ সালের মাঝামাঝি থেকে কার্যকর হওয়ার কথা। তবে, পরিকল্পিত এই নিষেধাজ্ঞার ফলে ৪.৬ বিলিয়ন ডলারের বাজার হারাবে বলে আশঙ্কা করছে জাপান সরকার এবং দেশের কিছু শীর্ষস্থানীয় নির্মাতা।
৪ ঘণ্টা আগে