আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইমরান খান সুস্থ আছেন, জানাল কারা কর্তৃপক্ষ

আমার দেশ অনলাইন

ইমরান খান সুস্থ আছেন, জানাল কারা কর্তৃপক্ষ
ছবি: জিও নিউজ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান সুস্থ আছেন এবং আদিয়ালা কারাগারেই আছেন। বুধবার ইমরান খানকে কারাগারের বাইরে সরিয়ে নেয়ার গুজব উড়িয়ে একথা জানায় আদিয়ালা জেল কর্তৃপক্ষ। কারা কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে, তিনি কারাগারের মধ্যেই রয়েছেন এবং সুস্থ আছেন। খবর জিও নিউজের।

রাওয়ালপিন্ডি কারাগারের কর্মকর্তারা এক বিবৃতিতে বলেছেন, ‘আদিয়ালা জেল থেকে তাকে স্থানান্তরিত করার খবরের কোনো সত্যতা নেই। তিনি সম্পূর্ণ সুস্থ এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাচ্ছেন। তার স্বাস্থ্য নিয়ে জল্পনা ‘ভিত্তিহীন’।

বিজ্ঞাপন

গতকাল বুধবার (২৬ নভেম্বর) গুজব ছড়ায় ইমরান খানকে আদিয়ালা কারাগার থেকে গোপনে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। তার বোনেরা বারবার দেখা করতে চাইলেও অনুমতি দেয়া হয়নি।

২০২২ সালের এপ্রিলে বিরোধী দলের অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতা থেকে উৎখাত হওয়ার পর থেকে ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন ইমরান খান।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...