
আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন সফরে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। এটিই হবে কোনো সিরীয় প্রেসিডেন্টের প্রথম ওয়াশিংটন সফর। দামেস্কে নিযুক্ত মার্কিন বিশেষ দূত টম ব্যারাক একথা জানিয়েছেন। রোববার এক প্রতিবেদনে একথা জানায় সংবাদমাধ্যম আল জাজিরা।
টম ব্যারাক জানান, আগামী ১০ নভেম্বর এই সফর হতে পারে। সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করবেন সিরিয়ার প্রেসিডেন্ট।
টম ব্যারাক শনিবার সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে জানান, আল-শারা তার সফরে আইএসআইএল (আইএসআইএস) গোষ্ঠীর বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন একটি আন্তর্জাতিক জোটে যোগদানের জন্য একটি চুক্তি স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে।
বাহরাইনের রাজধানী মানামায় অনুষ্ঠিত বার্ষিক নিরাপত্তা ও ভূরাজনীতি বিষয়ক সম্মেলন ‘মানামা ডায়ালগ’-এর ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় টম ব্যারাক বলেন, ‘আমরা আশা করছি, প্রেসিডেন্ট শারার এই সফরের মাধ্যমে সিরিয়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইসলামিক স্টেট (আইএস) বিরোধী জোটে যোগ দেবে।’
এছাড়া সিরীয় কূটনৈতিক সূত্র জানিয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যেই প্রেসিডেন্ট শারা ওয়াশিংটন সফরে যেতে পারেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সংরক্ষিত তথ্য অনুযায়ী, এর আগে কোনো সিরীয় প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র সফর করেননি। তবে গত সেপ্টেম্বরে শারা জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দিতে নিউইয়র্ক সফর করেছিলেন।
গত ডিসেম্বরে বাশার আল-আসাদের পতনের পর ক্ষমতা দখলকারী আল-শারা সিরিয়ার সঙ্গে বিশ্বশক্তির সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, যারা আল-আসাদের শাসনামলে দামেস্ককে এড়িয়ে চলেছিল।
এরআগে তিনি মে মাসে সৌদি আরবে ট্রাম্পের সাথে দেখা করেন, যা ছিল ২৫ বছরের মধ্যে দুই দেশের নেতাদের মধ্যে প্রথম সাক্ষাৎ।
আরএ

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন সফরে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। এটিই হবে কোনো সিরীয় প্রেসিডেন্টের প্রথম ওয়াশিংটন সফর। দামেস্কে নিযুক্ত মার্কিন বিশেষ দূত টম ব্যারাক একথা জানিয়েছেন। রোববার এক প্রতিবেদনে একথা জানায় সংবাদমাধ্যম আল জাজিরা।
টম ব্যারাক জানান, আগামী ১০ নভেম্বর এই সফর হতে পারে। সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করবেন সিরিয়ার প্রেসিডেন্ট।
টম ব্যারাক শনিবার সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে জানান, আল-শারা তার সফরে আইএসআইএল (আইএসআইএস) গোষ্ঠীর বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন একটি আন্তর্জাতিক জোটে যোগদানের জন্য একটি চুক্তি স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে।
বাহরাইনের রাজধানী মানামায় অনুষ্ঠিত বার্ষিক নিরাপত্তা ও ভূরাজনীতি বিষয়ক সম্মেলন ‘মানামা ডায়ালগ’-এর ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় টম ব্যারাক বলেন, ‘আমরা আশা করছি, প্রেসিডেন্ট শারার এই সফরের মাধ্যমে সিরিয়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইসলামিক স্টেট (আইএস) বিরোধী জোটে যোগ দেবে।’
এছাড়া সিরীয় কূটনৈতিক সূত্র জানিয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যেই প্রেসিডেন্ট শারা ওয়াশিংটন সফরে যেতে পারেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সংরক্ষিত তথ্য অনুযায়ী, এর আগে কোনো সিরীয় প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র সফর করেননি। তবে গত সেপ্টেম্বরে শারা জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দিতে নিউইয়র্ক সফর করেছিলেন।
গত ডিসেম্বরে বাশার আল-আসাদের পতনের পর ক্ষমতা দখলকারী আল-শারা সিরিয়ার সঙ্গে বিশ্বশক্তির সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, যারা আল-আসাদের শাসনামলে দামেস্ককে এড়িয়ে চলেছিল।
এরআগে তিনি মে মাসে সৌদি আরবে ট্রাম্পের সাথে দেখা করেন, যা ছিল ২৫ বছরের মধ্যে দুই দেশের নেতাদের মধ্যে প্রথম সাক্ষাৎ।
আরএ

শনিবার (১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প জানান, নাইজেরিয়ায় খ্রিস্টানদের ওপর চালানো ‘বৃহৎ হত্যাযজ্ঞ’ পরিপ্রেক্ষিতে অবিলম্বে নাইজেরিয়াকে দেওয়া সব ধরনের সাহায্য ও সহায়তা বন্ধ করবে যুক্তরাষ্ট্র।
৮ মিনিট আগে
হাকান ফিদান বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার শান্তি আলোচনা চালিয়ে যেতে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশটি এর আগের তিন দফা আলোচনায় আয়োজক ছিল এবং বন্দি বিনিময়সহ বেশ কিছু মানবিক উদ্যোগেও সহায়তা দিয়েছে। দুই পক্ষের সঙ্গেই গঠনমূলক সংলাপ বজায় রেখে তুরস্ক ‘ইস্তাম্বুল প্রক্রিয়া’র মাধ্যমে তাদের আলোচনার
৩২ মিনিট আগে
দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (APEC) সম্মেলন শেষে দেশে ফিরে সংসদ ভেঙে দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
১ ঘণ্টা আগে
“হলুদ রেখা” বলতে গাজার সেই অঞ্চলকে বোঝানো হয়েছে, যেখান থেকে ইসরাইলি বাহিনী ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির অধীনে সরে গেছে। এটি কোনো বাস্তব সীমারেখা নয়, বরং একটি কাল্পনিক রেখা, যা গাজা শহরের দক্ষিণ থেকে খান ইউনিসের উত্তরের মধ্যে দিয়ে চলে কার্যত গাজাকে দুই ভাগে ভাগ করেছে।
১ ঘণ্টা আগে