গাজা যুদ্ধ বিরতির অংশ হিসেবে আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী গঠনে আগ্রহ প্রকাশ করেছে বেশ কিছু দেশ। তবে দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন সার্বভৌম রাষ্ট্র হিসেবে কোন দেশের সৈন্য থাকবে তা ইসরাইলই নির্ধারণ করবে ।
রোববার (২৬ অক্টোবর) ইসরাইল ভিত্তিক সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রোববার মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, "আমাদের নিরাপত্তার নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকবে আর, এর জন্য আমরা কারো অনুমোদন চাই না। এসময় তিনি আন্তর্জাতিক বাহিনীর বিষয়ে বলেন, কোন শক্তি গ্রহণযোগ্য তা ইসরাইল নির্ধারণ করবে এবং আমরা এভাবেই কাজ করি এবং তা চালিয়ে যাব।
ইসরাইলি নিরাপত্তার নীতি নির্ধারণের ক্ষেত্রে নেতানিয়াহু মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান করে বলেন, গত মাস ধরে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের মধ্যকার একটি হাস্যকর দাবি প্রত্যক্ষ করছি। ওয়াশিংটনে থাকাকালে বলা হয় আমি আমেরিকান প্রশাসনকে নিয়ন্ত্রণ করি। অথচ, এখন- আমেরিকান প্রশাসন আমাকে নিয়ন্ত্রণ করে এবং ইসরাইলের নিরাপত্তা নীতি নির্দেশ করে।"
তিনি আরো বলেন, "আমরা আমেরিকান সুরক্ষিত রাজ্য নই, নিরাপত্তা সম্পর্কে ইসরাইলের বক্তব্যই চূড়ান্ত থাকবে।

