ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করছে জার্মানি-ফ্রান্স ও যুক্তরাজ্য

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ১০: ০২
আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ১০: ১২
ছবি: সংগৃহীত

ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। ২০১৫ সালের চুক্তির অনুযায়ী এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল। এই পদক্ষেপের ফলে আগামী ৩০ দিনের মধ্যে নিষেধাজ্ঞা ফিরিয়ে আনা হতে পারে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনা ফলপ্রসু না হওয়ায় এ সিদ্ধান্ত নিচ্ছে দেশ তিনটি। খবর বিবিসির।

ইউরোপীয় ইউনিয়নের নীতি বিষয়ক প্রধানের কাছে লেখা একটি চিঠিতে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, নিষেধাজ্ঞা পুনরায় সক্রিয় করার জন্য এই তিনটি দেশের কোনো আইনি এখতিয়ার নেই। রাশিয়া এবং চীন উভয়ই ইরানের অবস্থানকে সমর্থন করছে।

বিজ্ঞাপন

ইরানি পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, অন্য পক্ষগুলো সদিচ্ছা দেখালে ইরান পরমাণু কর্মসূচি নিয়ে ‘ন্যায্য এবং ভারসাম্যপূর্ণ’ আলোচনা পুনরায় শুরু করতে প্রস্তুত।

তিনি তিন দেশের অভিযোগ ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে ২০১৫ সালের চুক্তি ভঙ্গ করেছে। এই চুক্তির ফলে ইরান পারমাণবিক কর্মসূচি সীমিত করার মাধ্যমে তার ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা ছিল।

২০১৫ সালের চুক্তিতে অংশগ্রহণকারী এই তিন ইউরোপীয় দেশ দুই সপ্তাহ আগে সতর্ক করে দিয়েছিল যে, আগস্টের শেষ নাগাদ ইরান ‘কূটনৈতিক সমাধানে’ সম্মত না হলে তারা নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে প্রস্তুত।

বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানো এক চিঠিতে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা অভিযোগ করেছেন, ২০১৯ সাল থেকে এবং আজ পর্যন্ত ইরান ক্রমশ এবং ইচ্ছাকৃতভাবে জেসিপিওএ অঙ্গীকার বাস্তবায়ন বন্ধ করে দিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই পদক্ষেপ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সাথে তাদের চলমান প্রক্রিয়াকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করবে।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত