আমার দেশ

তাইওয়ানে ৫.৯ মাত্রার ভূমিকম্প

ঢাবি সংবাদদাতা
তাইওয়ানে ৫.৯ মাত্রার ভূমিকম্প

তাইওয়ানে ৫.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

ইউএসজিএস জানায়, হুয়ালিয়েন সিটি থেকে ৭১ কিলোমিটার দক্ষিণে পূর্ব উপকূলে প্রায় ৩১ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হেনেছে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় আঘাত হানা এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে তাইতুং ফায়ার ডিপার্টমেন্ট এএফপিকে জানিয়েছে।

পূর্ব উপকূলের চেংগং শহরের এক অগ্নিনির্বাপণকর্মী বলেন, ‘ভূমিকম্পের সময় কম্পিউটার স্ক্রিন ও ফ্যান তীব্রভাবে কাঁপছিল। এটা আগের ভূমিকম্পগুলোর চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। আমি তখনই বাইরে ছুটে যাওয়ার কথা ভাবি।’

এর আগে ২০২৪ সালের এপ্রিল মাসে দ্বীপটিতে ৭.৪ মাত্রার একটি প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হানে। কর্তৃপক্ষের মতে, সেই ভূমিকম্প ২৫ বছরে সবচেয়ে শক্তিশালী ছিল। এতে অন্তত ১৭ জন নিহত, ভূমিধস এবং হুয়ালিয়েন এলাকার বহু ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন