আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কাশ্মীর নিয়ে উত্তেজনায় ভারত-পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র

স্টাফ রিপোর্টার

কাশ্মীর নিয়ে উত্তেজনায় ভারত-পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র

কাশ্মীর ঘিরে নতুন করে ভারত-পাকিস্তান উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে কূটনৈতিকভাবে তৎপর যুক্তরাষ্ট্র। পরিস্থিতি শান্ত করতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলাদা করে কথা বলবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

এক সংবাদ ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, আমরা উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করছি এবং স্পষ্টভাবে জানাচ্ছি, যেন কেউ পরিস্থিতি আরো ঘোলাটে না করে।

বিজ্ঞাপন

পেহেলগামে পর্যটকদের ওপর আক্রমণের পর ভারত কোনো ধরনের প্রমাণ উপস্থাপন না করেই পাকিস্তানকে দায়ী করে। অপরদিকে, পাকিস্তান এ অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে।

যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং উভয় দেশের সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে বলে জানিয়েছেন ব্রুস।

ইসলামাবাদের সঙ্গে বিভিন্ন পর্যায়ে আলোচনা করার কথা জানালেও পাকিস্তানের এক মন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক সম্পর্ক প্রসঙ্গে প্রশ্নের জবাব এড়িয়ে যান তিনি।

সম্প্রতি পাকিস্তানের সহায়তায় দায়েশ (আইএস) সংশ্লিষ্ট এক সন্দেহভাজনকে গ্রেপ্তারের ঘটনায় কৃতজ্ঞতা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ব্রুস বলেন, এ ঘটনায় আমরা গভীরভাবে প্রশংসা করেছি।

তবে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মার্কিন কংগ্রেসের উদ্বেগ বিষয়েও এড়িয়ে গেছেন তিনি।

ব্রুস বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার হলো দু’দেশের মধ্যে সরাসরি কূটনৈতিক সংলাপ চালিয়ে যাওয়া এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমনের প্রচেষ্টা।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন