আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাল্ফ উপসাগরে ইরানের মহড়া, মার্কিন যুদ্ধজাহাজকে সতর্কবার্তা

আমার দেশ অনলাইন

গাল্ফ উপসাগরে ইরানের মহড়া, মার্কিন যুদ্ধজাহাজকে সতর্কবার্তা
ছবি: সংগৃহীত।

ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড কর্পস (আইআরজিসি) গাল্ফ উপসাগরীয় অঞ্চলে নতুন করে নৌ-মহড়া শুরু করেছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) আনুষ্ঠানিক এই মহড়ার মাধ্যমে মার্কিন যুদ্ধজাহাজগুলিকে সরাসরি সতর্কবার্তা পাঠানো হয়েছে।

আল-আরাবিয়ার সংবাদে বলা হয়েছে, ইরানের নৌবাহিনী এই অঞ্চলে উপস্থিত আমেরিকান জাহাজগুলোর কাছে তাদের দৃঢ় বার্তা পৌঁছে দিয়ে সতর্ক করেছে, তবে বার্তাগুলির বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। অন্যদিকে উপসাগরে অবস্থানরত মার্কিন বাহিনী কোনো মন্তব্য করেনি।

বিজ্ঞাপন

ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, জুনের ১২ দিনের যুদ্ধের পাঁচ মাসেরও বেশি সময় পর যেকোনো হুমকি মোকাবিলার সক্ষমতা প্রদর্শনই এ মহড়ার লক্ষ্য। ওই হামলায় আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডারসহ এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিল। ইরান পরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় প্রতিশোধ নেয়। এতে ইসরাইলের কয়েক ডজন মানুষ মারা যায়।

আইআরজিসি জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষায় অংশ নিয়েছে। এগুলো আকাশ ও সমুদ্রের লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম।

হরমুজ প্রণালীর নিরাপত্তা, ইরানের রেড লাইন (লাল রেখা) বলে মন্তব্য করেছেন আইআরজিসির ডেপুটি কমান্ডার ইন চিফ আলী ফাদাভি। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে বিশ্বের অস্থিতিশীলতার কারণ হিসেবে অভিযুক্ত করেন।

ইরান জ্বালানি চোরাচালানের অভিযোগে বিদেশি ট্যাঙ্কার আটক করাও বাড়িয়ে দিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন