সুদানে গণহত্যার প্রমাণ মুছে ফেলার চেষ্টা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১৪: ২৬
ছবি: আল জাজিরা

সুদানের আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) দেশটির পশ্চিম দারফুর অঞ্চলের এল-ফাশেরে গণকবর খুঁড়ছে। যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষক নাথানিয়েল রেমন্ড এ অভিযোগ করেছেন। তিনি বলেন, গণহত্যার সকল চিহ্ন মুছে ফেলার চেষ্টা করছে আরএসএফ। খবর আল জাজিরার।

নাথানিয়েল রেমন্ড বলেন, ‘আরএসএফ এল-ফাশেরে গণকবর খুঁড়ছে এবং শহরজুড়ে লাশ সংগ্রহ করছে। তারা গণহত্যার চিহ্ন মুছে ফেলছে।’

বিজ্ঞাপন

জাতিসংঘের হিসেবে, গত ২৬ অক্টোবর আরএসএফ এল-ফাশের দখলের পর থেকে ৭০ হাজারের বেশি মানুষ শহর এবং আশেপাশের এলাকা ছেড়ে পালিয়ে গেছে।

২৮শে অক্টোবর ইয়েলের হিউম্যানিটেরিয়ান রিসার্চ ল্যাবের একটি প্রতিবেদনেও এল-ফাশেরে ‘গণহত্যার’ প্রমাণ পাওয়া যায়।

আরএসএফের নেতা মোহাম্মদ হামদান দাগালো এসব অভিযোগের বিষয়ে তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন।

তবে রেমন্ড বলেন, ‘যদি তারা আসলেই তদন্ত করতে চায়, তাহলে তাদের শহর থেকে সরে যেতে হবে এবং জাতিসংঘের কর্মীদের, রেড ক্রস এবং মানবাধীকার কর্মীদের সেখানে প্রবেশ করতে দিতে হবে।’

তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে আরএসএফকে তাদের নিজেদের বিষয়ে তদন্ত করতে দেয়া যায় না।’

তিনি বলেন, হাজার হাজার মানুষের জরুরি সাহায্যের প্রয়োজন।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনীর সঙ্গে আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের লড়াই চলছে। গত ২৬ অক্টোবর আরএসএফ এল-ফাশের দখল করে নেয়।

এরপর থেকে এল-ফাশেরে বিচারবহির্ভূত হত্যা, যৌন সহিংসতা, ত্রাণকর্মীদের ওপর হামলা, লুটপাট এবং অপহরণের ঘটনা ঘটছে।

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত