গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণে ইসরাইলকে চাপ দেওয়ার আহ্বান মিশরের

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১৩: ২০
আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১৪: ১৩
ছবি: আহরাম অনলাইন

গাজা যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণে ইসরাইলের প্রতি চাপ প্রয়োগে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে মিশর। মঙ্গলবার মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি এ আহ্বান জানিয়ে বলেন, এই প্রস্তাব গাজায় মানবিক সংকট নিরসনে সহায়তা করবে। খবর সংবাদ সংস্থা সিনহুয়ার।

মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ফিলিস্তিন ইস্যুতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস এবং ফিলিস্তিনি ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল-শেখের সাথে আলাদাভাবে ফোনে কথা বলেন আবদেলাত্তি। ফোনালাপে তিনি গাজায় যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে ইসরাইলের প্রতি চাপ দেওয়ার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, কাতার ও যুক্তরাষ্ট্রের সহযোগিতায় যুদ্ধ বন্ধে মিশরের পক্ষ থেকে মধ্যস্থতা প্রচেষ্টা পর্যালোচনা করেছেন আবদেলাত্তি।

বিবৃতি অনুসারে, ফোনালাপে (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান এবং যুক্তরাজ্য, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা মিশরের প্রচেষ্টা এবং এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে এর ভূমিকার প্রতি তাদের পূর্ণ সমর্থনের কথা জানান।

হামাস যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইসরাইল।

প্রস্তাব অনুযায়ী ৬০ দিনের জন্য সামরিক অভিযান সাময়িকভাবে বন্ধ থাকবে। এ সময় ইসরাইলি সেনারা গাজার ভেতরে অবস্থান পরিবর্তন করবে, যাতে মানবিক সহায়তা প্রবেশ করতে পারে। একই সঙ্গে বন্দি বিনিময়ের অংশ হিসেবে ৫০ জন ইসরাইলির মধ্যে ২৫ জনকে মুক্তি দেওয়া হবে। মধ্যস্থতাকারীরা আশা করছেন, এটি দীর্ঘমেয়াদি সমাধানের পথ তৈরি করতে পারে।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত