আন্তর্জাতিক ডেস্ক
গাজায় গণহত্যা চালানোর জন্য ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে জাতিসংঘ ও বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন খ্যাতনামা ইহুদিরা। বুধবার এক খোলা চিঠিতে এ নিষেধাজ্ঞার আহ্বান জানানো হয়। চিঠিতে সাবেক ইসরাইলি সরকারি কর্মকর্তা, অস্কারজয়ী চলচ্চিত্রকার, সাহিত্যিক, বুদ্ধিজীবীসহ ৪৫০ জনের বেশি ব্যক্তিত্ব স্বাক্ষর করেন।
বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর নেতাদের বৈঠকের আগেই এ চিঠি প্রকাশ করা হলো। এ বৈঠকে মানবাধিকার লঙ্ঘনের অপরাধে ইসরাইলের ওপর ইইউর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনার কথা ছিল।
চিঠিতে গাজা ও পশ্চিম তীরে ইসরাইলের আচরণের জবাবদিহির দাবি জানানো হয়। এতে বলা হয়, ‘আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে, হলোকাস্টের পর সব মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত ও সংরক্ষণের জন্য অনেক আইন, সনদ ও চুক্তি করা হয়েছে। এসব নিরাপত্তাব্যবস্থা অবিরাম ভেঙে চলছে ইসরাইল।’
চিঠিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানানো হয় তারা যেন ইসরাইলের ওপর আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ও আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) আদেশ কার্যকর করে, দেশটিকে অস্ত্র সরবরাহ বন্ধ ও নিষেধাজ্ঞা আরোপ করে, গাজায় পর্যাপ্ত ত্রাণ সহায়তা নিশ্চিত করে এবং অযথা ইহুদিবিদ্বেষের দাবিকে প্রত্যাখ্যান করে।
এতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ইসরাইলি আইনসভা নেসেটের সাবেক স্পিকার আবরাহাম বার্গ, সাবেক উপদেষ্টা ড্যানিয়েল লেভি, ব্রিটিশ সাহিত্যিক মাইকেল রোসেন, কানাডীয় সাহিত্যিক নাওমি ক্লেইন, অস্কারজয়ী ব্রিটিশ চলচ্চিত্রকার জোনাথন গ্লাজার, আমেরিকান অভিনেতা ওয়ালেশ শন প্রমুখ।
গাজায় গণহত্যা চালানোর জন্য ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে জাতিসংঘ ও বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন খ্যাতনামা ইহুদিরা। বুধবার এক খোলা চিঠিতে এ নিষেধাজ্ঞার আহ্বান জানানো হয়। চিঠিতে সাবেক ইসরাইলি সরকারি কর্মকর্তা, অস্কারজয়ী চলচ্চিত্রকার, সাহিত্যিক, বুদ্ধিজীবীসহ ৪৫০ জনের বেশি ব্যক্তিত্ব স্বাক্ষর করেন।
বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর নেতাদের বৈঠকের আগেই এ চিঠি প্রকাশ করা হলো। এ বৈঠকে মানবাধিকার লঙ্ঘনের অপরাধে ইসরাইলের ওপর ইইউর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনার কথা ছিল।
চিঠিতে গাজা ও পশ্চিম তীরে ইসরাইলের আচরণের জবাবদিহির দাবি জানানো হয়। এতে বলা হয়, ‘আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে, হলোকাস্টের পর সব মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত ও সংরক্ষণের জন্য অনেক আইন, সনদ ও চুক্তি করা হয়েছে। এসব নিরাপত্তাব্যবস্থা অবিরাম ভেঙে চলছে ইসরাইল।’
চিঠিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানানো হয় তারা যেন ইসরাইলের ওপর আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ও আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) আদেশ কার্যকর করে, দেশটিকে অস্ত্র সরবরাহ বন্ধ ও নিষেধাজ্ঞা আরোপ করে, গাজায় পর্যাপ্ত ত্রাণ সহায়তা নিশ্চিত করে এবং অযথা ইহুদিবিদ্বেষের দাবিকে প্রত্যাখ্যান করে।
এতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ইসরাইলি আইনসভা নেসেটের সাবেক স্পিকার আবরাহাম বার্গ, সাবেক উপদেষ্টা ড্যানিয়েল লেভি, ব্রিটিশ সাহিত্যিক মাইকেল রোসেন, কানাডীয় সাহিত্যিক নাওমি ক্লেইন, অস্কারজয়ী ব্রিটিশ চলচ্চিত্রকার জোনাথন গ্লাজার, আমেরিকান অভিনেতা ওয়ালেশ শন প্রমুখ।
ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই নিষেধাজ্ঞায় তীব্র নিন্দা জানিয়েছে চীন। দেশটি জানিয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য নিষেধাজ্ঞায় নয় বরং সংলাপ এবং আলোচনাই কার্যকর উপায়।
২ ঘণ্টা আগেরুশ আগ্রাসনের জবাবে এবার দেশটির জ্বালানি খাতের দুই বৃহৎ প্রতিষ্ঠান রসনেফট ও লুকঅয়েল কোম্পানির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রভাবে বৃহস্পতিবার বিশ্ববাজারে তেলের দাম এক লাফে ৩ শতাংশ বেড়ে গেছে।
২ ঘণ্টা আগেইতালির প্রধানমন্ত্রী বলেন, “আমরা ইসরাইলি বসতি সম্প্রসারণ পরিকল্পনার নিন্দা জানিয়েছি এবং কিছু ইসরাইলি কর্মকর্তার সহিংস বক্তব্যকে অগ্রহণযোগ্য মনে করি। তাই ইসরাইলের বিরুদ্ধে ইউরোপীয় নিষেধাজ্ঞামূলক পদক্ষেপে ইতালি সমর্থন দিতে প্রস্তুত।”
২ ঘণ্টা আগেতুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বৃহস্পতিবার ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই নেতা ফিলিস্তিন প্রশ্নে একযোগে অবস্থান নেওয়ার অঙ্গীকার করেন এবং দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত করেন।
৩ ঘণ্টা আগে