ইসরাইলকে নিষেধাজ্ঞা দিতে ইহুদিদের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১৮: ১৪

গাজায় গণহত্যা চালানোর জন্য ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে জাতিসংঘ ও বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন খ্যাতনামা ইহুদিরা। বুধবার এক খোলা চিঠিতে এ নিষেধাজ্ঞার আহ্বান জানানো হয়। চিঠিতে সাবেক ইসরাইলি সরকারি কর্মকর্তা, অস্কারজয়ী চলচ্চিত্রকার, সাহিত্যিক, বুদ্ধিজীবীসহ ৪৫০ জনের বেশি ব্যক্তিত্ব স্বাক্ষর করেন।

বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর নেতাদের বৈঠকের আগেই এ চিঠি প্রকাশ করা হলো। এ বৈঠকে মানবাধিকার লঙ্ঘনের অপরাধে ইসরাইলের ওপর ইইউর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনার কথা ছিল।

বিজ্ঞাপন

চিঠিতে গাজা ও পশ্চিম তীরে ইসরাইলের আচরণের জবাবদিহির দাবি জানানো হয়। এতে বলা হয়, ‘আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে, হলোকাস্টের পর সব মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত ও সংরক্ষণের জন্য অনেক আইন, সনদ ও চুক্তি করা হয়েছে। এসব নিরাপত্তাব্যবস্থা অবিরাম ভেঙে চলছে ইসরাইল।’

চিঠিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানানো হয় তারা যেন ইসরাইলের ওপর আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ও আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) আদেশ কার্যকর করে, দেশটিকে অস্ত্র সরবরাহ বন্ধ ও নিষেধাজ্ঞা আরোপ করে, গাজায় পর্যাপ্ত ত্রাণ সহায়তা নিশ্চিত করে এবং অযথা ইহুদিবিদ্বেষের দাবিকে প্রত্যাখ্যান করে।

এতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ইসরাইলি আইনসভা নেসেটের সাবেক স্পিকার আবরাহাম বার্গ, সাবেক উপদেষ্টা ড্যানিয়েল লেভি, ব্রিটিশ সাহিত্যিক মাইকেল রোসেন, কানাডীয় সাহিত্যিক নাওমি ক্লেইন, অস্কারজয়ী ব্রিটিশ চলচ্চিত্রকার জোনাথন গ্লাজার, আমেরিকান অভিনেতা ওয়ালেশ শন প্রমুখ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত