আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিক্ষোভ দমনে মৃত্যুদণ্ড ব্যবহার করছে ইরান: জাতিসংঘের বিশেষ প্রতিবেদক

আমার দেশ অনলাইন

বিক্ষোভ দমনে মৃত্যুদণ্ড ব্যবহার করছে ইরান: জাতিসংঘের বিশেষ প্রতিবেদক

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে মৃত্যুদণ্ড ব্যবহারের পরিকল্পনা বেআইনি এবং এটি প্রমাণ করে যে কর্তৃপক্ষ প্রতিবাদ দমাতে ফাঁসি কার্যকর করতেও প্রস্তুত—এমন সতর্কবার্তা দিয়েছেন ইরানবিষয়ক জাতিসংঘের বিশেষ মানবাধিকার প্রতিবেদক মাই সাটো।

বিজ্ঞাপন

বুধবার দেওয়া এক বিবৃতিতে সাটো বলেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড প্রয়োগের ঘোষণা আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের স্পষ্ট লঙ্ঘন। তিনি জানান, ২৬ বছর বয়সী ইরানি বিক্ষোভকারী এরফান সোলতানি, যাকে গত ৮ জানুয়ারি তেহরানের পশ্চিমে ফারদিসে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে গ্রেপ্তার করা হয়েছিল, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং বুধবারই তার ফাঁসি কার্যকরের কথা ছিল।

মাই সাটো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, বুধবার ফাঁসি কার্যকর না হলেও, মৃত্যুদণ্ড ব্যবহারের ঘোষিত অভিপ্রায় এবং ‘মোহারেবেহ’ বা “ঈশ্বরের বিরুদ্ধে শত্রুতা” অভিযোগে একজন বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়া—সবই শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি কর্তৃপক্ষের চরম অবজ্ঞা প্রকাশ করে।

তিনি বলেন, “মৃত্যুদণ্ড এমন দেশের প্রতিক্রিয়া হতে পারে না, যেখানে সমাবেশ এবং মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান করা হয়।”

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন