আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রুশ তেল শোধনাগারে ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্রের আঘাত : ইউক্রেন

আমার দেশ অনলাইন

রুশ তেল শোধনাগারে ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্রের আঘাত : ইউক্রেন

ব্রিটেনের সরবরাহ করা স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইউক্রেন। দেশটির সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, দক্ষিণ রাশিয়ার রোস্তভ অঞ্চলের নভোশাখতিনস্ক তেল শোধনাগার লক্ষ্য করে চালানো এই হামলায় একাধিক বিস্ফোরণ ঘটে। বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের বিমানবাহিনীর ইউনিটগুলো আকাশ থেকে নিক্ষেপযোগ্য স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

বিজ্ঞাপন

সামরিক বাহিনীর দাবি অনুযায়ী, নভোশাখতিনস্ক শোধনাগারটি দক্ষিণ রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্র, যা রুশ সশস্ত্র বাহিনীর জন্য ডিজেল ও বিমান জ্বালানি সরবরাহে সরাসরি ভূমিকা রাখে। এর আগেও ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে এই ব্রিটিশ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানায়, রাশিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে কিয়েভ এখন রাশিয়ার ভেতরে জ্বালানি স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা জোরদার করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন