পূর্ণ আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং ফিলিস্তিনিদের মৌলিক মানবাধিকার সুরক্ষা ছাড়া মধ্যপ্রাচ্যে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি অসম্ভব বলে মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।
গতকাল সোমবার জোহানেসবার্গের পার্শ্ববর্তী একুরহুলেনিতে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) পঞ্চম জাতীয় সাধারণ পরিষদে তিনি এ কথা বলেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
রামাফোসা সতর্ক করে বলেছেন, ইসরাইল বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় সংকট আরো গভীর হয়েছে।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বলেন, তার সরকার ‘গভীরভাবে উদ্বিগ্ন’ যে, ইসরাইল হামাসের সঙ্গে ১০ অক্টোবরের যুদ্ধবিরতি চুক্তি ‘প্রায় প্রতিদিন’ লঙ্ঘন করেছে। যদিও এই চুক্তি জিম্মি ও ফিলিস্তিনি রাজনৈতিক বন্দিদের মুক্তির সুযোগ করে দিয়েছে।
তিনি বলেন, গাজায় ধ্বংসযজ্ঞের মাত্রা, দক্ষিণ আফ্রিকাকে ২০২৩ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে মামলা করতে বাধ্য করেছে।
তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং ইসরাইলের পাশাপাশি একটি সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের জন্য রাজনৈতিক পদক্ষেপের দাবি পুনর্ব্যক্ত করেন রামাফোসা। সূত্র : টিআরটি ওয়ার্ল্ড


দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা