আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভেনেজুয়েলায় অভিযান মার্কিন ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: মামদানি

আমার দেশ অনলাইন

ভেনেজুয়েলায় অভিযান মার্কিন ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: মামদানি
ছবি: সিএনএন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিউইয়র্কে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নিউইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানি। তিনি বলেন, ভেনেজুয়েলায় এই অভিযান যুদ্ধের শামিল এবং আন্তর্জাতিক ও যুক্তরাষ্ট্রের ফেডারেল আইনের লঙ্ঘন। খবর সিএনএনের।

তিনি বলেন, ভেনেজুয়েলায় অভিযান এবং প্রেসিডেন্ট মাদুরোকে আটকের বিষয়ে তাকে অবহিত করা হয়েছে। তিনি বলেন, ‘একতরফাভাবে একটি সার্বভৌম জাতির ওপর আক্রমণ যুদ্ধের শামিল এবং ফেডারেল ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। শাসনব্যবস্থা পরিবর্তনের এই স্পষ্ট প্রচেষ্টা কেবল বিদেশে বসবাসকারীদেরই প্রভাবিত করে না, এটি সরাসরি নিউইয়র্কবাসীর ওপরও প্রভাব ফেলে, যার মধ্যে এই শহরকে নিজের বলে মনে করা ভেনেজুয়েলার হাজার হাজার অভিবাসীও রয়েছেন।’

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, তার প্রধান লক্ষ্য নিউইয়র্কের সব নাগরিকের পাশাপাশি ভেনেজুয়েলার যে কমিউনিটি আছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা। এ জন্য তার প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবে।

নিউইয়র্ক সিটিতে ভেনেজুয়েলার অনেক অভিবাসী বসবাস করেন, যা গত তিন বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাদের অনেকেই নিউইয়র্কে বসতি স্থাপন করেছেন।

আরএ/এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন