ভিয়েতনামে শক্তিশালী টাইফুনের আঘাত, ৮ জনের মৃত্যু

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২: ৫৯
ছবি: রয়টার্স

ভিয়েতনামে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন বুয়ালোই। স্থানীয় সময় সোমবার ভোরে উত্তর-মধ্য ভিয়েতনামে বুয়ালোই আঘাত হানে। এতে এখন পর্যন্ত আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছে ১৭ জন। টাইফুনের প্রভাবে প্রবল বৃষ্টিপাতের পাশাপাশি বন্যা দেখা দিয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে অনেক এলাকা। টাইফুনের কারণে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, হিউ শহরে বন্যার পানিতে আটকা পড়ে একজন মারা গেছেন। এছাড়া, কোয়াং ত্রি প্রদেশের কাছে বিশাল ঢেউয়ের আঘাতে চারটি মাছ ধরার নৌকা ডুবে যাওয়ার পর ১২ জন জেলে নিখোঁজ রয়েছেন।

স্থানীয় সময় সকাল ৮টা নাগাদ ঘূর্ণিঝড়টি এনঘে আন প্রদেশে আঘাত হানে। এসময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১১৭ কিলোমিটার) থেকে কমে ৮৮ কিলোমিটার।

আবহাওয়া সংস্থা সতর্ক করে দিয়েছে, টাইফুনের প্রভাবে বিভিন্ন এলাকায় ব্যাপক বন্যা ও ভূমিধসের ঝুঁকি রয়েছে।

ঘূর্ণিঝড় আঘাত হানার আগে কর্তৃপক্ষ প্রায় ৩০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। বন্ধ করে দেয়া হয় বিভিন্ন বিমানবন্দর। এরফলে শত শত ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাবে বলা হয়েছে, ঝড়টি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে ঘন্টায় প্রায় ২০ কিলোমিটার বেগে অগ্রসর হতে থাকবে।

সোমবার সন্ধ্যা নাগাদ, ঝড়টি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে ঘন্টায় প্রায় ২০ থেকে ২৫ কিলোমিটার বেগে অগ্রসর হতে পারে, তারপর ধীরে ধীরে দুর্বল হয়ে একটি গ্রীষ্মমন্ডলীয় নিম্নচাপে পরিণত হতে পারে।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত