প্রেসিডেন্ট ইওলকে অপসারণ করেছে সাংবিধানিক আদালত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫, ০৯: ০৫
আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ০৯: ৩৭

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে অপসরণ করেছে দেশিটির সর্বোচ্চ সাংবিধানিক আদালত। স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টার দিকে আদালত এ রায় ঘোষণা করেন। আল জাজিরা এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

রায়ে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়াকে দুই মাসের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করতে হবে। গত বছরের ডিসেম্বরে সামরিক আইন জারি করে ইউন সুক-ইওল জনগণের অধিকার ‘লঙ্ঘন’ করেছেন।

গত ৩ ডিসেম্বর ইউনের সামরিক আইন ঘোষণার ইস্যুতে কয়েক মাস ধরে উত্তাল হয়ে উঠছে দক্ষিণ কোরিয়ার রাজনীতি। যা বিশ্ব মিত্রদেরও হতবাক করেছে। প্রতি সপ্তাহে রাজধানী সিউলের রাস্তায় লাখ লাখ কোরীয়রা ইউনের পক্ষে-বিপক্ষে সমাবেশ করছেন।

ইউন সুক ইওলের অভিশংসনের বিষয়ে সাংবিধানিক আদালতের গুরুত্বপূর্ণ রায় ঘোষণার মাত্র একদিন আগে প্রকাশিত সবশেষ জনমত জরিপেও দেখা গেছে, দক্ষিণ কোরিয়ার ৫৭ শতাংশ মানুষ তাকে পদ থেকে অপসারণের পক্ষে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত