
আমার দেশ অনলাইন

ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য হিসেবে স্বীকৃতি দিতে এবং গাজায় যুদ্ধবিরতি বজায় রাখতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)। সংগঠনটি একই সঙ্গে ইসরাইলি দখলদারিত্বের অবসানে পরিষদকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
তুরস্কভিত্তিক গণমাধ্যম হুরিয়াত ডেইলি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে বক্তব্য রাখেন ওআইসি গ্রুপের পক্ষে জাতিসংঘে তুরস্কের উপ-রাষ্ট্রদূত আসলি গুভেন। এসময় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট (ডোনাল্ড) ট্রাম্পের প্রচেষ্টা এবং চলতি মাসের শুরুতে গাজার জন্য স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানান।
গুভেন বলেন, এই যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে টেকসই শান্তির জন্য বৈশ্বিক প্রচেষ্টায় একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। তিনি নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়ে আরো বলেন, ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য হিসেবে স্বীকৃতি দিতে পরিষদের এখনই কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
তিনি কাউন্সিল সদস্যদের প্রতি গাজার দুই বছরের বিধ্বংসী যুদ্ধের মানবিক ও বস্তুগত ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানান। গুভেন বলেন, ৬৮ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে, যাদের বেশিরভাগই সাধারণ নাগরিক। নিহতদের মধ্যে চিকিৎসাকর্মী, ইউএনআরডব্লিউএ কর্মকর্তা ও সাংবাদিকও রয়েছেন।
এসময় ওআইসি, সিরিয়া ও লেবাননে ইসরাইল সামরিক পদক্ষেপের নিন্দা জানায় এবং দখলকৃত গোলান মালভূমিতে ইসরাইলের সিদ্ধান্তকে ‘অবৈধ ও অকার্যকর’ হিসেবে অভিহিত করে। পাশাপাশি সংগঠনটি ইসরাইলকে ‘অবিলম্বে, সম্পূর্ণ ও নিঃশর্তভাবে’ সব অধিকৃত আরব ভূমি থেকে সরে যাওয়ার আহ্বান জানায়।

ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য হিসেবে স্বীকৃতি দিতে এবং গাজায় যুদ্ধবিরতি বজায় রাখতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)। সংগঠনটি একই সঙ্গে ইসরাইলি দখলদারিত্বের অবসানে পরিষদকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
তুরস্কভিত্তিক গণমাধ্যম হুরিয়াত ডেইলি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে বক্তব্য রাখেন ওআইসি গ্রুপের পক্ষে জাতিসংঘে তুরস্কের উপ-রাষ্ট্রদূত আসলি গুভেন। এসময় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট (ডোনাল্ড) ট্রাম্পের প্রচেষ্টা এবং চলতি মাসের শুরুতে গাজার জন্য স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানান।
গুভেন বলেন, এই যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে টেকসই শান্তির জন্য বৈশ্বিক প্রচেষ্টায় একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। তিনি নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়ে আরো বলেন, ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য হিসেবে স্বীকৃতি দিতে পরিষদের এখনই কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
তিনি কাউন্সিল সদস্যদের প্রতি গাজার দুই বছরের বিধ্বংসী যুদ্ধের মানবিক ও বস্তুগত ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানান। গুভেন বলেন, ৬৮ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে, যাদের বেশিরভাগই সাধারণ নাগরিক। নিহতদের মধ্যে চিকিৎসাকর্মী, ইউএনআরডব্লিউএ কর্মকর্তা ও সাংবাদিকও রয়েছেন।
এসময় ওআইসি, সিরিয়া ও লেবাননে ইসরাইল সামরিক পদক্ষেপের নিন্দা জানায় এবং দখলকৃত গোলান মালভূমিতে ইসরাইলের সিদ্ধান্তকে ‘অবৈধ ও অকার্যকর’ হিসেবে অভিহিত করে। পাশাপাশি সংগঠনটি ইসরাইলকে ‘অবিলম্বে, সম্পূর্ণ ও নিঃশর্তভাবে’ সব অধিকৃত আরব ভূমি থেকে সরে যাওয়ার আহ্বান জানায়।

মাস্কের মতে, হিউম্যানয়েড রোবটগুলি শারীরিক শ্রমের কাজ গ্রহণ করে দারিদ্র্য হ্রাসে সাহায্য করতে পারে এবং সমাজকে ব্যাপক রূপান্তরিত করতে পারে। তিনি অপ্টিমাসকে একজন “অবিশ্বাস্য সার্জন” হিসেবে বর্ণনা করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে, এর ব্যাপক ব্যবহার এমন একটি বিশ্ব তৈরি করতে পারে যেখানে কাজ ঐচ্ছিক হবে এবং
২ ঘণ্টা আগে
নতুন এই যৌথ উদ্যোগের নেতৃত্বে থাকবে এয়ারবাস, যার হাতে থাকবে ৩৫% শেয়ার। লিওনার্দো ও থ্যালেস প্রত্যেকে পাবে ৩২.৫% করে মালিকানা। প্রতিষ্ঠানটি ইউরোপজুড়ে প্রায় ২৫ হাজার মানুষকে কর্মসংস্থান দেবে এবং পাঁচ বছরের মধ্যে মধ্য-তিন অঙ্কের মিলিয়ন ইউরো আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে।
২ ঘণ্টা আগে
গত নয়ই মে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেয়ার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহবান জানিয়ে সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাশ হয়। কারণ, সদস্য পদের বিষয়টি শুধুমাত্র নির্ধারণ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদ বারবার মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে অচল হয়ে পড়ায়, সাধারণ পরিষদকে আরো একাধিক জরুরি
৩ ঘণ্টা আগে
ইসরাইলি লঙ্ঘনের মধ্যেও গাজাকে স্থিতিশীল করার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টার ওপর জোর দেন এরদোগান। তিনি বলেন, হামাস যুদ্ধবিরতি মানছে এবং তাদের প্রতিশ্রুতি স্পষ্টভাবে প্রকাশ করেছে, কিন্তু ইসরাইল ধারাবাহিকভাবে তা লঙ্ঘন করছে। এরদোগানের মতে, ইসরাইলের ওপর যথেষ্ট কূটনৈতিক চাপ প্রয়োগ করা এখন অপরিহার্য।
৩ ঘণ্টা আগে