রাশিয়ার সরকার আনুষ্ঠানিকভাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ইউরোপের বেশ কয়েকটি দেশের সঙ্গে স্নায়ু যুদ্ধ-পরবর্তী দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা চুক্তি বাতিল করার অনুমোদন দিয়েছে। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এসেছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘোষণায় ইউরোপের দেশগুলোর সঙ্গে ১৯৯২ থেকে ২০০২ সালের মধ্যে করা সামরিক সহযোগিতা চুক্তি বাতিলের কথা বলা হয়েছে।
চুক্তি বাতিলের দেশগুলোর তালিকায় রয়েছে, জার্মানি, পোল্যান্ড এবং নরওয়ে, বুলগেরিয়া, রোমানিয়া, ডেনমার্ক, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, বেলজিয়াম এবং চেক প্রজাতন্ত্র।
বর্তমান ভূ-রাজনৈতিক এমন উত্তেজনার মধ্যে দিয়েই রাশিয়া তাদের শীতল যুদ্ধ-পরবর্তী সামরিক-কূটনৈতিক কাঠামোর আনুষ্ঠানিক সমাপ্তির ঘোষণা দিয়েছে।
সোভিয়েত-পরবর্তী সামরিক চুক্তি বলতে মূলত সোভিয়েত ইউনিয়নের পতনের পর প্রতিষ্ঠিত সামরিক জোট এবং পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিগুলোকে বোঝানো হয়, যার মধ্যে প্রধান হলো কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন (সিএসটিও), যা রাশিয়া, বেলারুশসহ কয়েকটি প্রাক্তন সোভিয়েত রাষ্ট্র নিয়ে গঠিত এবং পারস্পরিক সামরিক সহযোগিতার নীতি অনুসরণ করে, যেখানে এক সদস্যের ওপর আক্রমণ মানে সবার ওপর আক্রমণ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

