আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে পর্তুগাল

আমার দেশ অনলাইন

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে পর্তুগাল

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ পর্তুগাল। রোববার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হবে। শুক্রবার পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণাললের বরাত দিয়ে আল জাজিরা এতথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

পর্তুগালের মন্ত্রণালয়ের জানিয়েছে, জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলনের আগে এই স্বীকৃতির আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো র‍্যাঙ্গেল চলতি সপ্তাহে যুক্তরাজ্য সফরের সময়ই ইঙ্গিত দিয়েছিলেন যে, দেশটি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে।

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে ইউরোপীয় দেশগুলোর মধ্যে পর্তুগাল পূর্বে সতর্ক অবস্থান নিয়েছিল। গত বছরের মে মাসে প্রতিবেশী স্পেনের বামপন্থি সরকার, আয়ারল্যান্ড ও নরওয়ে ইতিমধ্যেই ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। একই সঙ্গে স্পেন অন্যান্য ইইউ দেশগুলোকেও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছিল।

ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্যদেশের মধ্যে মাত্র কিছু দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে রয়েছে কিছু সাবেক কমিউনিস্ট দেশ, সুইডেন ও সাইপ্রাস।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন